অজিদের সর্বশেষ ওডিআই ম্যাচে চ্যাপেল-হ্যাডলি ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ। এছাড়া সেই ম্যাচে বিশ্রামে ছিলেন সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
সম্প্রতি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ব্যাটসম্যান ক্রিস লিন। ফলে আইপিএল প্রায় শেষ তার। তবে তাকেও অজি স্কোয়াডে নেওয়া হয়েছে।
২০১৫ সালের সেপ্টেম্বরের পর দলে ফিরেছেন প্রতিভাবান পেসার হিসেবে জায়গা পাওয়া প্যাটিনসন। ইনজুরির কারণে ক্যারিয়ার থমকে যাওয়া এ বোলার সম্প্রতি ঘরোয়া মৌসুমে ভালো করেই দলে ফিরেছেন।
ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আরও আছেন মার্কাস স্টোইনিস ও জন হ্যাস্টিংস। আর ব্যাটিংয়ের সঙ্গে পার্টটাইম স্পিনার হিসেবে আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ট্রাভিস হেড। তবে বিশেষ স্পিনার হিসেবে আছেন অ্যাডাম জাম্পা।
চ্যাম্পিয়নস ট্রফিতে অজিরা গ্রুপ ‘এ’তে রয়েছে। যেখানে তাদের মুখোমুখি হতে হবে স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে। ২ জুন বার্মিংহামের এজবাস্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে স্মিথরা।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফি স্কোয়াড: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, জন হ্যাস্টিংস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মোইসেস হেনরিকেস, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড ও অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এমএমএস