ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অতিরিক্ত হিসেবে ইংল্যান্ডে যাবেন সোহান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
অতিরিক্ত হিসেবে ইংল্যান্ডে যাবেন সোহান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

আয়ারল্যান্ড-নিউজিল্যান্ডের বিপক্ষে ঘোষিত ত্রিদেশীয় সিরিজে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে টাইগার স্কোয়াডে ১৮ সদস্যের দলে রাখা হলেও আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই প্লেয়ারের তালিকায়। এখানে মূলত তিনি দলের সাথে থাকবেন অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে।

বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম ইনজুরিতে পড়লে তার বদলি হিসেবে সোহানকে চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে দেখা যাবে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়ারল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দল ঘোষণার সময় স্ট্যান্ডবাই প্লেয়ার হওয়া সত্বেও নুরুল হাসান সোহানকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ‘আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নুরুল হাসান সোহানকে আমরা অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে রাখবো।

মুশফিকের সমস্যা হলে আমরা যেন অনতিবিলম্বে সেটা রিপ্লেস করতে পারি। ’

সোহানের সাথে স্ট্যান্ডবাই থাকা আরও তিন প্লেয়ার হলেন; নাসির হোসেন, শুভাশীষ রায় ও সাইফউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজের পরে তারা তিনজনই দেশে ফিরবেন। চ্যাম্পিয়নস ট্রফিতে দলের প্রয়োজনে তারা ইংল্যান্ডে টাইগারদের সাথে যোগ দেবেন।
 
একমাত্র সোহানই আয়ারল্যান্ড সিরিজ শেষে দলের সাথে ইংল্যান্ডে যাবেন।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।