ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া ‘এ’ দলে স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
প্রোটিয়া ‘এ’ দলে স্টেইন ডেল স্টেইন/ছবি: সংগৃহীত

কাঁধের ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি ডেল স্টেইনের। জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ দিয়ে বোলিংয়ে ফিরতে চোখ রাখছেন এ অভিজ্ঞ পেসার।

স্টেইনের ফিটনেস পরীক্ষার জন্য ইংল্যান্ড সফরের প্রোটিয়া ‘এ’ দলের চারদিনের ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে স্টেইনকে। তার ওপরই নির্ভর করছে চার ম্যাচ সিরিজের টেস্টে ফেরা।

গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে ইনজুরি আক্রান্ত হন ৩৩ বছর বয়সী স্টেইন। এরপর থেকেই তিনি মাঠের ‍বাইরে।

জুনে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংলিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে দ. আফ্রিকা। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি শেষে তিনটি টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজে মুখোমুখি হবে দু’দল। আগামী ৬ জুলাই লর্ডসে প্রথম টেস্ট।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ২০ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।