ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

জুনায়েদের সেঞ্চুরি বৃথা, উড়ছে মাহমুদুল্লাহর আবাহনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৭
জুনায়েদের সেঞ্চুরি বৃথা, উড়ছে মাহমুদুল্লাহর আবাহনী জুনায়েদের সেঞ্চুরি বৃথা, উড়ছে মাহমুদুল্লাহর আবাহনী

টানা তৃতীয় জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের আবাহনী। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডে অলোক কাপালির ব্রাদার্স ইউনিয়নকে ৩২ রানে হারিয়ে নিজেদের তৃতীয় জয় পেয়েছে তাসকিন-রিয়াদ-মোসাদ্দেক-মিঠুন-লিটন দাসদের আবাহনী।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগে ব্যাট করে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে তোলে ৩২৭ রান। জবাবে, ৮ উইকেট হারিয়ে ব্রাদার্সের ইনিংস থামে ২৯৫ রানের মাথায়।

এর আগে আবাহনী নিজেদের প্রথম ম্যাচে খেলাঘরকে ৫ উইকেটে হারায়। দ্বিতীয় ম্যাচে পারটেক্সের বিপক্ষে জয়টি ছিল ৭ উইকেটের। ব্রাদার্স প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরেছিল রূপগঞ্জের বিপক্ষে আর দ্বিতীয় ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে হেরেছিল একই ব্যবধানে।

আবাহনীর ভারতীয় ওপেনার উদয় কাউল ৬ রানের জন্য শতক বঞ্চিত হন। ১২০ বলে সাজানো তার ৯৪ রানের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। আরেক ওপেনার লিটন দাস করেন ৪৯ বলে ৬টি বাউন্ডারিতে ৪৮ রান। তিন নম্বরে নামা লিস্ট ‘এ’ ক্যারিয়ারের অভিষিক্ত নাজমুল হোসেন ৪৯ রানের ইনিংস খেলেন।

চার নম্বরে নামা দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ ৪২ বলে দুটি চার আর ছক্কায় ৪২ রান করে অপরাজিত থাকেন। মোসাদ্দেক ব্যাট হাতে ৩ রান করেন। মিঠুনের ব্যাট থেকে আসে ১৯ রান। শুভাগত হোম খেলেন ৪৪ রানের দারুণ এক ইনিংস। মাত্র ১৭ বলে তার ঝড়ো ইনিংসটি সাজানো ছিল সাতটি চার আর একটি ছক্কায়।

ব্রাদার্সের হয়ে দুটি করে উইকেট পান দলপতি অলোক কাপালি, কামরুল ইসলাম। একটি করে উইকেট দখল করেন ইয়াসির আরাফাত আর নিহাদুজ্জামান।

৩২৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ইনিংস উপহার দেন ওপেনার জুনায়েদ সিদ্দীক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পান তিনি। ১১২ বলে ৮টি চার আর ৩টি ছক্কায় করেন ১১৪ রান। মিডলঅর্ডারে মিজানুর রহমান (৪২), ফরহাদ হোসেন (২৬) আর মাইশুকুর রহমান (২৮) কিছুটা এগিয়ে নেন দলকে।

অলোক কাপালি ৬ রানে বিদায় নেন। কামরুল ইসলাম করেন ১১ রান। শেষ দিকে ৪১ রানে অপরাজিত থাকেন নিহাদুজ্জামান এবং ১৫ রানে অপরাজিত থাকেন নাঈম হাসান।

আবাহনীর হয়ে ১০ ওভারে ৪৫ রান খরচায় তিনটি উইকেট। দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। একটি করে উইকেট পান সানজামুল ইসলাম, সাকলাইন সজীব আর মোসাদ্দেক হোসেন। ম্যান অব দ্য ম্যাচ শুভাগত হোম।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২০ এপ্রিল ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।