ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলের নতুন ভেন্যু সিলেট, দল নিচ্ছেন অর্থমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মে ২০, ২০১৭
বিপিএলের নতুন ভেন্যু সিলেট, দল নিচ্ছেন অর্থমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন ভেন্যু হিসেবে এবছর থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম। আগের চার আসর ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হলেও পঞ্চম আসরে সিলেটে ম্যাচ পরিচালনার কথা জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল।

শনিবার (২০মে) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নতুন ভেন্যু হিসেবে সিলেটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা, চট্টগ্রামের পর এবারই প্রথমবারের মতো সিলেটে খেলা অনুষ্ঠিত হবে। ’

তবে শুধু ভেন্যুই নয়, এবারের বিপিএল দিয়ে আবার টুর্নামেন্টে ফিরছে সিলেট।

আর দলটির সার্বিক দায়িত্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত থাকছেন বলেও জানান সোহেল।

তিনি জানান, ‘গত আসরে সিলেটকে রেখেছিলাম যাতে ভালো কাউকে দিয়ে পরিচালনা করা যায়। অর্থমন্ত্রী সিলেটের দায়িত্ব নিজে নিয়েছেন। আমরা আশা করি গুণগত মানসম্পন্ন একটি দল হিসেবেই সিলেট বিপিএলে অংশ নেবে। ’

কিন্তু কোন প্রতিষ্ঠান সিলেটের দায়িত্ব নিচ্ছে সে বিষয়ে সোহেল স্পষ্ট করে কিছু বলতে পারেননি।

উল্লেখ্য, বিপিএলের আসরে প্লেয়ারদের বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত আসরে অংশ নিতে পারেনি সিলেট।    

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ২০ মে ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।