ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সর্বোচ্চ জুটির রেকর্ড মুশফিক-তামিমের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জুন ১, ২০১৭
সর্বোচ্চ জুটির রেকর্ড মুশফিক-তামিমের সর্বোচ্চ জুটির রেকর্ড মুশফিক-তামিমের

ওভাল থেকে: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিদেশের মাটিতে তৃতীয় উইকেটে সর্বোচ্চ ১৬৬ রানের রেকর্ড গড়লেন দুই টাইগার ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।

এর আগে যে কোনো উইকেটে বিদেশের মাটিতে সর্বোচ্চ রানের জুটি ছিল ১৬০ রানের।

২০১০ সালে শ্রীলঙ্কার ডাম্বুলা রনগিরি স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে, পাকিস্তানের বিপক্ষে এই জুটি গড়েছিলেন ইমরুল কায়েস ও জুনায়েদ সিদ্দিকি।

বুধবার (১ জুন) লন্ডনের ওভালে দুর্দান্ত ব্যাটে বিদেশের মাটিতে সর্বোচ্চ এই জুটির রেকর্ড গড়লেন তামিম ও মুশফিক। ইংলিশদের বিপক্ষে দাপুটে ব্যাটে তামিম ফিরেছেন ১২৮ রানে। আর মুশফিকুর রহিম খেলেছেন ৭৯ রানের ইনিংস।

১২৮ রান তুলতে তামিম খেলেছেন ১৪২টি বল, যেখানে চারের মার ছিল ১২টি আর ছ’য়ের মার ছিল ৩টি। অন্যদিকে মুশফিক ৭৯ রান তুলতে খেলেছেন ৭২টি বল, যেখানে চারের মার ছিল ৮টি। কোন ছ’য়ের মার ছিল না।        

স্থানীয় সময়: ১৩৫৫ ঘণ্টা, ১ জুন ২০১৭
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।