ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের দর্শনীয় ক্যাচে প্রথম ব্রেকথ্রু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, জুন ১, ২০১৭
মোস্তাফিজের দর্শনীয় ক্যাচে প্রথম ব্রেকথ্রু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

টাইগারদের ছুঁড়ে দেওয়া ৩০৬ রানের চ্যালেঞ্জিং টার্গেটে ব্যাট করছে স্বাগতিক ইংল্যান্ড। এ রিপোর্ট লেখা অবধি ইংলিশরা ৬ ওভারে ১ উইকেটে তুলেছে ২৭ রান।

ইংলিশদের ব্যাটিংয়ের শুরু করেন অ্যালেক্স হেলস আর জ্যাসন রয়। বাংলাদেশের দলপতি মাশরাফি ইনিংসের প্রথম ওভারটি করেন।

প্রথম ওভারে ২ রান নেয় ইংলিশ ওপেনাররা। দ্বিতীয় ওভারটি করেন সাকিব। তৃতীয় ওভারের তৃতীয় বলে মাশরাফির বলে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে মোস্তাফিজের দুর্দান্ত ক্যাচে বিদায় নেন জ্যাসন রয় (১)। দলীয় ৬ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে।

ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের নবম সেঞ্চুরির দেখা পেয়েছেন তামিম ইকবাল। ২৫তম হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন মুশফিক।

আট দলের অংশগ্রহণের এই মেগা ইভেন্টের উদ্বোধনী ম্যাচের মধ্যদিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ দলপতি ইয়ন মরগান। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ইংলিশদের বিপক্ষে মুখোমুখি হয় টাইগাররা।

টাইগারদের তারকা তামিম ইকবাল আর সৌম্য সরকার ব্যাটিং ইনিংস শুরু করেন। প্রথম পাওয়ার প্লেতে ৩৬ রান তোলে বাংলাদেশ। দলীয় ১২তম ওভারের শেষ বলে বেন স্টোকস ফিরিয়ে দেন সৌম্যকে। দলীয় ৫৬ রানের মাথায় বেয়ারস্টোর হাতে ধরা পড়ার আগে সৌম্য করেন ২৮ রান। তার ইনিংসে ছিল ৪টি চার আর একটি ছক্কার মার। ইনিংসের ২০তম ওভারে ফেরেন ইমরুল কায়েস। লিয়াম প্লাঙ্কেটের বলে ব্যক্তিগত ১৯ রান করে ফেরেন ইমরুল। দলীয় ৯৫ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

দলীয় ২২তম ওভারে বাংলাদেশের স্কোর একশ ছাড়ায়। সেই ওভারেই চার হাঁকিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৩৭তম অর্ধশতকে পৌঁছান তামিম ইকবাল। ৭১ বলে পঞ্চাশ স্পর্শ করেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান। ২৮ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৫০/২।

তামিম ওয়ানডে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি হাঁকিয়ে করেন ১২৮ রান। ৪৫তম ওভারে বিদায় নেন তামিম। তার ১৪২ বলের ইনিংসে ছিল ১২টি চার আর ৩টি ছক্কার মার। একই ওভারে বিদায় নেন মুশফিক। ৭২ বলে ৭৯ রান করেন তিনি। তার ইনিংসে ছিল আটটি বাউন্ডারির মার। এ জুটি থেকে আসে ১৬৬ রান। ইনিংসের ৪৭তম ওভারে বিদায় নেন ১০ রান করা সাকিব। ১৫ বলে তিনটি চারের সাহায্যে ২৪ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন সাব্বির। মাহমুদুল্লাহ রিয়াদ ৬ ও মোসাদ্দেক ২ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ০১ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।