ছবি: সংগৃহীত
ক্রিকেটে ব্যাট হাতে সেঞ্চুরি এখন নিত্যদিনেরই ব্যাপার। কিন্তু বল হাতে উইকেট নিয়ে সেঞ্চুরি খুব একটা দেখা যায় না। আর সেটি যদি হয় বিদেশের মাটিতে! এমনই দুর্লভ কীর্তি গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
প্রথম ও একমাত্র বাংলাদেশি হিসেবে দেশের বাইরে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেটের মালিক হয়েছেন তিনি।
গতকাল টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবালের সেঞ্চুরিতে ৩০৫ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
এর জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নিজেদের প্রথম উইকেট হারায় দলীয় ৬ রানে। মাশরাফির ডেলিভারিকে স্কুপ করতে চেয়েছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়, কিন্তু ভুল টাইমিংয়ে বল চলে যায় ফাইন লেগে দাঁড়িয়ে থাকা মোস্তাফিজুর রহমানের হাতে।
এই উইকেট শিকারের সাথে সাথেই ওয়ানডেতে বিদেশের মাটিতে ১০০ উইকেটের মালিক বনে যান মাশরাফি।
৫০ ওভারের ক্রিকেটে দেশের বাইরে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি মাশরাফিই। দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান, তৃতীয় স্থানে আব্দুর রাজ্জাক। দু’জনের শিকার যথাক্রমে ৮৭ উইকেট ও ৮৫ উইকেট।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ০২ জুন, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।