পিএসএলের ষষ্ঠ দল মুলতান-ছবি:সংগৃহীত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মুলতান। দুবাইভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি স্কোহোন গ্রুপ এটির মালিকানা হলো। এমনটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি। তবে এখনও আনুষ্ঠানিকতা বাকি রয়েছে।
আট বছরের জন্য পিসিবি থেকে চুক্তির কথা বলা হয়েছে।
পিসিবি জানায়, ৩০টির বেশি কোম্পানি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করে।
তবে ১২টি প্রতিষ্ঠান নিলামে অংশগ্রহণ করেছিল। যেখানে স্কোহোন গ্রুপ প্রতি বছর ৫.২ মিলিয়ন মার্কিন ডলারে জায়গা করে নেয়।
পিএসএলে এর আগে পাঁচটি দল অংশগ্রহণ করে। এই পাঁচটি দল হলো লাহোর কালান্ডার্স, ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পোশোয়ার জালমি।
নিরাপত্তার কারণে গত আসরগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল। তবে ২০১৭ সালের শুধুমাত্র ফাইনালটি অনুষ্ঠিত হয় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু আগামী আসরে মোট আটটি ম্যাচ পাকিস্তানে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ০২ জুন, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।