ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে বিরতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুন ২, ২০১৭
বৃষ্টিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচে বিরতি ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে চ্যাম্পিয়নস ট্রফির অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ আপাতত বন্ধ রয়েছে। ৯.৩ ওভার শেষে টস জিতে ব্যাটিংয়ে নামা কিউইদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ৬৭। লুক রনকি ২৪ ও অধিনায়ক কেন উইলিয়ামসন ১৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

বার্মিংহামের এজবাস্টনে ওপেনিং জুটিতে ৪০ রান তোলেন মার্টিন গাপটিল ও রনকি। ষষ্ঠ ওভারে জস হ্যাজেলউডের বলে গ্লেন মেক্সওয়েলের হাতে ধরা পড়েন গাপটিল।

আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২২ বলে ২৬।

বৃহস্পতিবার (১ জুন) লন্ডনের কেনিংটন ওভালে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় স্বাগতিক ইংল্যান্ড। টাইগারদের ছুঁড়ে দেওয়া ৩০৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট ১৬ বল হাতে রেখে টপকে যায় ইংলিশরা। বৃথাই যায় তামিম ইকবালের সেঞ্চুরি। ১৩৩ রানের অপরাজিত ইনিংসে পুরো আলোটা নিজের করে নেন জো রুট।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, লুক রনকি, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, নেইল ব্রম, জিমি নিশাম, কোরি অ্যান্ডারসন, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ (অধিনায়ক), ময়েজেস হেনরিক্স, গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, জন হ্যাস্টিংস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ২ জুন, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।