ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বোর্ডের নাম বদলে ফেললো ক্যারিবীয়রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, জুন ২, ২০১৭
বোর্ডের নাম বদলে ফেললো ক্যারিবীয়রা ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বদলে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ হিসেবে নতুন নাম রাখা হলো। বোর্ডের ৯১ বছর উদযাপন উপলক্ষে এমন পরিবর্তন আনলো ক্যারিবীয়রা। আর আনুষ্ঠানিকভাবে দলটির নাম দেওয়া হয়েছে উইন্ডিজ।

এদিকে নাম বদলে ফেললেও ভালো সময় কাটছে না ক্যারিবীয়দের। কেননা আট দলের অংশগ্রহণে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির মতো আসরে যোগ্যতার অভাবে খেলতে পারছে না দলটি।

যেখানে আইসিসির ওয়ানডে তালিকায় দলটির অবস্থান নবম।

এই ওয়েস্ট ইন্ডিজকে হটিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ করে নিয়েছিল বাংলাদেশ। তবে টাইগারদের বর্তমান অবস্থান ছয় নম্বরে।  

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবীয়দের এমন অবস্থা বিরাজ করলে আগামী ২০১৯ বিশ্বকাপও শঙ্কায় পড়বে। মূল আসরে সরাসরি যেতে ফের আট নম্বরেই থাকতে হবে। অন্যথায় ১০ দলের আসরে বাছাই পর্ব খেলে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ০২ জুন, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।