ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে যাচ্ছেন তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জুন ৩, ২০১৭
ফাইনালে যাচ্ছেন তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে রয়েছে বাংলাদেশ। এরই মধ্যে কার্ডিফে অনুষ্ঠিত হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ইউরোপ সেরার এই ম্যাচটি দেখতে যাচ্ছেন টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবাল।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে জিনেদিন জিদানের রিয়াল এবং ম্যাসিমিলানো আল্লেগ্রির জুভেন্টাস। কার্ডিফের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত পৌনে ১টায় শুরু হবে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের হাইভোল্টেজ এই লড়াই।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো টাইগার ওপেনার তামিম আগেই জানিয়ে রেখেছিলেন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটি মাঠে বসে দেখতে চান। দেখতে চান পর্তুগালের মহাতারকা রিয়ালের প্রাণভোমরা রোনালদোকে। অবশেষে সেই সুযোগ মিলছে তামিমের।

ফাইনাল ম্যাচ মাঠে বসে দেখার জন্য ইতোমধ্যেই টিকিট হাতে পেয়েছেন তামিম। টিকিটের দাম পড়েছে ২ হাজার ৭০০ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় আড়াই লাখ টাকা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ সরাসরি দেখতে লন্ডন থেকে কার্ডিফে যাত্রা করবেন তামিম।

সংবাদমাধ্যমকে তামিম জানিয়েছেন, ‘অনেক দিনের শখ ছিল রোনালদোর খেলা মাঠে বসে দেখব। এমন সুযোগ তো বারবার আসে না। এবার সুযোগটা এসে যাওয়ায় কোচের কাছে ছুটি চেয়েছি, তিনি অনুমতি দিয়েছেন। গ্যালারির নিচের দিকে ডাগআউটের পেছনের আসনের টিকিট কিনেছি। ’

আগামী ৫ জুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। লন্ডনে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর নিজেদের তৃতীয় ম্যাচে আগামী ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তামিমরা।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ০৩ জুন ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।