ভারতের বোলিং লাইনআপ নিয়ে কথা বলতে গিয়ে ডানহাতি পেসার ইশান্ত শর্মা জানান, শুধুমাত্র ভারতের পেসাররাই ধ্বংস করে দিতে পারে বিশ্বের যে কোনো ব্যাটিং লাইনআপকে।
এবারের ভারতীয় স্কোয়াডে পেসারদের মধ্যে অন্যতম মোহাম্মদ সামি, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ আর ভুবনেশ্বর কুমার।
ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে দেয়া এক সাক্ষতকারে ইশান্ত শর্মা জানান, ‘ইংলিশ কন্ডিশনে ভারতীয় বোলারদের ভালো করার ক্ষমতা রয়েছে এবং তারা বেশ ভালো করবে। আত্মবিশ্বাস ধরে রাখলে ভালো পারফর্মের মাধ্যমেই তারা দলকে ভালো কিছু দিতে পারবে। পেসাররাই ভারতকে এগিয়ে রাখবে। ভারতের পেসাররা এখন বিশ্বের যে কোনো দলের ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে সক্ষম। তারা বড় ম্যাচে চাপ নেয়ার অভিজ্ঞতাসম্পন্ন এবং আমার বিশ্বাস তারা ভালো করবে। ’
ইশান্ত শর্মা আরও যোগ করেন, ‘উমেশ যাদব ভালো বল করে। বুমরাহ তো ডেথ ওভারে চমৎকার ইয়র্কার বল করতে পারে। আমি নিশ্চিত যে কোনো কন্ডিশনেই তারা ভালো করতে পারবে। ’
এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে ভারত। বিরাট কোহলিদের মিশন শুরু ৪ জুন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ০৩ জুন ২০১৭
এমআরপি