ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবকে নিয়ে শঙ্কার কিছু নেই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
সাকিবকে নিয়ে শঙ্কার কিছু নেই ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

সাকিব আল হাসানের বাম পায়ের গোড়ালির ইনজুরি নিয়ে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনিরুল আমিন। গুরুতর কিছু নয়, বরং একে সাধারণ বিষয় হিসেবেই দেখছে মেডিকেল বিভাগ।

সোমবার (১৭ জুলাই) বোর্ডের মিডিয়া লাউঞ্জে সাকিবের ইনজুরি আপডেট নিয়ে গণমাধ্যমকে অবহিত করেন তিনি, ‘সাকিব গত ১৪ জুলাই বাঁ পায়ের গোড়ালিতে ব্যাথা পেয়েছে। আমরা এটাকে লেফট অ্যাঙ্কেল স্ট্রেইন বলি।

ওখানে দুই-একটা লিগামেন্টে ইনজুরি হয়েছে। এটা গ্রেড ওয়ানে পড়ে। মানে খুবই সিম্পল একটা ইনজুরি। তো তাকে আমরা কনসারভেটিভ ট্রিটমেন্ট এবং আমাদের যে রিহ্যাব প্রোগ্রাম আছে সে প্রোগামে তাকে রেখেছি। ’

ইনজুরিতে আক্রান্ত হয়ে গত ৪৮ ঘণ্টা পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর ইতোমধেই সাকিবের পায়ের উন্নতি দেখা গেছে বলেও উল্লেখ করেন আমিন। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ দিনের ভেতরেই দলের সাথে সব রকমের কর্মকান্ড শুরু করতে পারবেন বলেও বিশ্বাস এই বিসিবি চিকিৎসকের।  দ্রুতই অনুশলীনে যোগ দিচ্ছেন সাকিব

‘অলরেডি ইমপ্রুভিং। সয়েলিং আগের চেয়ে অনেক কমে গিয়েছে এবং আমরা আশা করছি আগামী দুই একদিনের মধ্যে সে আপার বডি এক্সসারসাইজ, তারপর লোয়ার বডি সাইক্লিং, ওয়ার্কিং শুরু করে দিতে পারবে। ডেট অব ইনজুরি থেকে বড় জোর ১০ দিন লাগবে ফুললি সব অ্যাকটিভিটিস শুরু করতে। ’

উল্লেখ্য, গত ১৪ জুলাই সাকিবের ইনজুরির খবরটি গণমাধ্যমে চাউর হয়। তবে বিষ্ময়ের ব্যাপার হলো, তিনি কীভাবে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে খোদ বিসিবিও কিছুই জানে না! জানেন না ক্রিকেট অঙ্গনের নিয়মিতরাও।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।