খুব শিগগির তিনি যোগ দিতে পারবেন বলেও মনে করছে না বাংলাদেশ ক্রিকেটের মেডিকেল বিভাগ।
ইংল্যান্ডে অবস্থানকালীন রুবেল ইনজুরিতে পড়েছেন চার সপ্তাহেরও বেশি হতে চলেছে।
সোমবার (১৭ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া লাউঞ্জে তিনি গণমাধ্যমকে এমন তথ্য দেন। বিষয়ের বিস্তারিত তুলে ধরে এসময় তিনি আরও বলেন, ‘মুখে একটা জায়গমেটিক হার আছে, ওখানে একটা ফ্র্যাকচার হয়েছে। ইতোমধ্যেই চার সপ্তাহের কাছাকাছি হয়ে গেল অপারেশনের। চার সপ্তাহ পর ধীরে ধীরে সে লোয়ার বডি থেকে শুরু করবে রিহ্যাব প্রোগ্রাম। ৬ সপ্তাহ পর ফুল ট্রেনিং প্রোগ্রাম শুরু করতে পারবে। আমরা আশা করছি ৫ আগস্ট সে অনুশীলন শুরু করতে পারবে। ’
উল্লেখ্য, গত মাসে চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে দেশে ফেরার দিন বার্মিংহামের টিম হোটেলের দরজার সাথে ধাক্কা লেগে চোয়ালে চোট পান রুবেল হোসেন।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ১৭ জুলাই ২০১৭
এইচএল/এমআরপি