ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

ক্রিকেট

ইতিহাস গড়ার পাহাড়সম চ্যালেঞ্জে ইংলিশরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
ইতিহাস গড়ার পাহাড়সম চ্যালেঞ্জে ইংলিশরা ছবি: সংগৃহীত

ট্রেন্ট ব্রিজ টেস্ট জিততে হলে অতীত রেকর্ড ছাড়িয়ে যেতে হবে ইংল্যান্ডকে। ৪৭৪ রানের পাহাড়সম লক্ষ্যে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেছে স্বাগতিকরা। নিজেদের ক্রিকেট ইতিহাসে সফলভাবে এতো বড় টার্গেট তাড়া করে জেতার নজির নেই তাদের।

অর্থাৎ, ইতিহাস গড়েই জিততে হবে। ১৯২৮ সালে এমসিজিতে ৩৩২ রানের টার্গেট সফলভাবে চেজ করেছিল ইংল্যান্ড।

ট্রেন্ট ব্রিজে সর্বোচ্চ ২৮৪, নিউজিল্যান্ডের বিপক্ষে ২০০৪ সালে। তাই ম্যাচ বাঁচানোটাই রুট-কুক-স্টোকসদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৩৫ রানের জবাবে ২০৫ রানে গুটিয়ে যায় ইংলিশ ব্যাটিং লাইনআপ। ৯ উইকেটে ৩৪৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা।

বিশাল টার্গেট সামনে রেখে বিনা উইকেটে ১ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিংয়ের শুরুতেই চাপের ‍মুখে জো রুটের দল। তিন রান যোগ হতেই আউট হয়ে গেছেন ওপেনার কিটন জেনিংস (৩)। এ রিপোর্ট লেখা অবধি ইংল্যান্ডের সংগ্রহ ১১ ওভার শেষে এক উইকেটে ২৩। ক্রিজে আছেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ও ওয়ানডাউনে নামা গ্যারি ব্যালান্স।

চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ইংলিশ শিবির। লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে তারা ২১১ রানের বিশাল ব্যবধানের জয় তুলে নেয়। ঘুরে দাঁড়ানো ম্যাচেই জ্বলে উঠেছে দ. আফ্রিকা। জমে উঠেছে টেস্ট সিরিজটাও।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।