অর্থাৎ, ইতিহাস গড়েই জিততে হবে। ১৯২৮ সালে এমসিজিতে ৩৩২ রানের টার্গেট সফলভাবে চেজ করেছিল ইংল্যান্ড।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৩৫ রানের জবাবে ২০৫ রানে গুটিয়ে যায় ইংলিশ ব্যাটিং লাইনআপ। ৯ উইকেটে ৩৪৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা।
বিশাল টার্গেট সামনে রেখে বিনা উইকেটে ১ রান নিয়ে চতুর্থ দিনের ব্যাটিংয়ের শুরুতেই চাপের মুখে জো রুটের দল। তিন রান যোগ হতেই আউট হয়ে গেছেন ওপেনার কিটন জেনিংস (৩)। এ রিপোর্ট লেখা অবধি ইংল্যান্ডের সংগ্রহ ১১ ওভার শেষে এক উইকেটে ২৩। ক্রিজে আছেন সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ও ওয়ানডাউনে নামা গ্যারি ব্যালান্স।
চার ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ইংলিশ শিবির। লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে তারা ২১১ রানের বিশাল ব্যবধানের জয় তুলে নেয়। ঘুরে দাঁড়ানো ম্যাচেই জ্বলে উঠেছে দ. আফ্রিকা। জমে উঠেছে টেস্ট সিরিজটাও।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
এমআরএম