নিজেদের ক্রিকেট ইতিহাসে সফলভাবে এতো বড় টার্গেট তাড়া করে জেতার নজির ছিল না ইংলিশদের। অর্থাৎ, ইতিহাস গড়েই জিততে হতো।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৩৫ রানের জবাবে ২০৫ রানে গুটিয়ে যায় ইংলিশ ব্যাটিং লাইনআপ। ৯ উইকেটে ৩৪৩ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে, ব্যাটিংয়ে নেমে ১৩৩ রানেই শেষ ইংলিশদের দ্বিতীয় ইনিংস।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ইনিংস সর্বোচ্চ ৭৮ রান করেন হাশিম আমলা। এছাড়া ডি কক ৬৮, ফিল্যান্ডার ৫৪ আর ক্রিস মরিস ৩৬ রান করেন। ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ৫টি উইকেট তুলে নেন। নিজেদের প্রথম ইনিংসে ইংল্যান্ডের দলপতি জো রুট সর্বোচ্চ ৭৮ রান করেন। প্রোটিয়াদের ক্রিস মরিস আর কেশব মহারাজ তিনটি করে উইকেট তুলে নেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া ওপেনার ডিন এলগার ৮০, হাশিম আমলা ৮৭, দলপতি ডু প্লেসিস ৬৩, ফিল্যান্ডার ৪২ রান করেন। ইংল্যান্ডের মঈন আলি চারটি উইকেট তুলে নেন। ৪৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ডের ওপেনার অ্যালিস্টার কুক সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া, বেয়ারস্টো ১৬, স্টোকস ১৮, মঈন আলি ২৭ রান করেন। আর কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তিনটি করে উইকেট নেন প্রোটিয়া বোলার মহারাজ আর ফিল্যান্ডার।
চার ম্যাচ সিরিজটি ১-১ এ সমতায় থাকলো। লর্ডসে অনুষ্ঠিত প্রথম টেস্টে ইংল্যান্ড ২১১ রানের বিশাল ব্যবধানের জয় তুলে নেয়। ঘুরে দাঁড়ানো ম্যাচেই জ্বলে উঠে দ. আফ্রিকা। ফলে, জমে উঠলো টেস্ট সিরিজটাও।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
এমআরপি