সংক্ষিপ্ত স্কোর-
জিম্বাবুয়ে-৩৫৬ ও ৩৭৭
শ্রীলঙ্কা ৩৪৬ ও ৩৯১/৬ (১১৪.৫ ওভার)
লঙ্কার মাটিতে এর আগে সর্বোচ্চ রান তাড়া করেন জয়ের রেকর্ডটি ছিলো পাকিস্তানের। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই সর্বোচ্চ ৩৮২ রান তাড়া করে জয় পেয়েছিলে পাকিস্তান।
কলম্বোয় দু’দলের একমাত্র টেস্টে ৩৮৮ রানের টার্গেটে নামা স্বাগতিক শ্রীলঙ্কার পঞ্চম ও শেষ দিন জয়ের জন্য দরকার পড়ে ২১৮ রান। হাতে ছিলো সাত উইকেট। তবে দিনের শুরুতেই জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার দারুণ শুরু করেন।
তার স্পিনে আগের দিনের সেট ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ বিদায় নেন। ৬৬ রান করেন মেন্ডিস। কিন্তু এরপরেই মূলত লঙ্কানদের ঘুড়ে দাঁড়ানো। পঞ্চম উইকেট জুটিতে ১২১ রান করেন নিরোশান দিকভেলা ও আসেলা গুনারত্নে।
দিকভেলা ৮১ রানে বিদায় নিলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন গুনারত্নে। তাকে শেষ দিকে যোগ্য সঙ্গ দেন দিলরুয়ান পেরেরা। গুনারত্নে ৮০ রান করে অপরাজিত থাকেন। ২৯ করেন পেরেরা।
গ্রায়েম ক্রেমার প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে চার উইকেট লাভ করেন।
এর আগে দু’দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে জয় পেয়েছিলো জিম্বাবুয়ে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ১৮ জুলাই, ২০১৭
এমএমএস