বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে শুরু করে খোদ কোচও দলটির অভাবনীয় এমন পারফরম্যান্সে তুষ্ট। তবে শিষ্যদের এমন ঈর্ষণীয় পারফরম্যান্সের পরও কোচ সাইমন হেলমট মনে করছেন কিছু কিছু ক্ষেত্রে তাদের উন্নতির সুযোগ রয়েছে।
‘আমার মনে হয় আমাদের প্লেয়ারদের ফিটনেস ও ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। দলে এই মুহূর্তে যারা আছে তাদের শারীরিক ও মানষিকভাবে আরও ফিট ও শক্তিশালী হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করি। বোলারদের দীর্ঘ সময়ব্যাপী বোলিং করার সামর্থ্য অর্জনের পাশাপাশি ব্যাটসম্যানদেরও লম্বা ইনিংস খেলার সামর্থ্য অর্জন করতে হবে। ’ মঙ্গলবার (১৭ জুলাই) মিরপুরে একাডেমি মাঠে তিনি এমন মন্তব্য করেন।
এসময় অস্ট্রেলিয়া সফরে শিষ্যদের পারফরম্যান্সের পুরো বিষয়টি তুলে ধরে হেলমট আরও বলেন, ‘পুরো সফরেই আমরা দারুণ এক একটি ব্যক্তিগত সাফল্য দেখেছি। ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত, সাইফউদ্দিন ও তরুণ ইরফান শুক্কুরের শতকের পাশাপাশি বোলিংয়ে আবু হায়দার রনি ও তানবির হায়দারের পাঁচ উইকেটের কীর্তিও আমাকে আলোড়িত করেছে। হার জিত বড় কথা নয়, ভিন্ন কন্ডিশন ও অপরিচিত প্লেয়ারদের সাথে খেলে আমাদের প্লেয়ারদের দক্ষতা অর্জনই ছিল এই সফরের মূল উদ্দেশ্য যা অর্জনে আমরা সক্ষম হয়েছি বলে আমি মনে করি। ’
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৭
এইচএল/এমআরএম