ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

নিষিদ্ধ জাদেজার জায়গায় প্যাটেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
নিষিদ্ধ জাদেজার জায়গায় প্যাটেল অক্ষর প্যাটেল/ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলতে পারছেন না নাম্বার ওয়ান বোলার ও অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা। তার জায়গায় সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় অক্ষর প্যাটেল। ৩০টি ওয়ানডে খেলা এ তরুণ বোলিং অলরাউন্ডার দলে ডাক পেয়েছেন।

আগামী শনিবার (১২) পাল্লেকেলেতে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে নির্ভার ভারত।

কলম্বো টেস্টে (৩-৬ আগস্ট) লঙ্কানদের ইনিংস ও ৫৩ রানে হারের লজ্জায় ডোবায় সফরকারী টিম ইন্ডিয়া।

এ ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব আল হাসানকে টপকে প্রথমবারের মতো শীর্ষে নাম লেখান জাদেজা। ধরে রাখেন টেস্ট বোলারদের শীর্ষস্থান। ব্যাট ‍হাতে অপরাজিত ৭০ ও বোলিংয়ে ৭টি উইকেট (২ ও ৫) দখল করে হন ম্যাচ সেরা।

কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে এক ম্যাচে নিষেধাজ্ঞার আওতায় পড়েন এ তারকা অলরাউন্ডার। তৃতীয় দিন লঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুণারাত্নের দিকে বল ছুঁড়ে মেরে আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.২.৮ লঙ্ঘন করে ৩টি ডিমেরিট পয়েন্ট পান। ২৪ মাসের মধ্যে ৬টি ডিমেরিট পয়েন্ট নিষেধাজ্ঞার রূপান্তরিত হয়। সঙ্গে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৭৯টি উইকেট নিয়েছেন ২৩ বছর বয়সী প্যাটেল। ব্যাটিংয়ে ৪৮.৪৫ গড়ে করেছেন ১১৬৩। জাতীয় দলের জার্সিতে ৩০ ওয়ানডেতে ৩৫ ও ৭টি টি-টোয়েন্টিতে সমান ৭ উইকেট নেন এ বাঁহাতি স্পিনার। এবার তার সামনে টেস্টে নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ৯ আগস্ট, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।