এই দৈন্যদশা ভাবাচ্ছে ক্রিকেটে চট্টগ্রামের প্রথম আন্তর্জাতিক সুপারস্টার আকরাম খানকেও।
দেশের আইসিসি ট্রফিজয়ী অধিনায়ক কোনো রাগঢাক না রেখেই বললেন, ‘চট্টগ্রামে বর্তমানে মাঠের কিন্তু বড় অভাব।
শুরুতেই বাচ্চারা বাধাগ্রস্ত হচ্ছে মন্তব্য করে আকরাম খান বলেন, ‘যে বয়সে দৌড়াদৌড়ি করে ফিটনেসটা গ্রু হয়, যেকোন স্পোর্টসই খেলুক না কেনো-বাচ্চাদের ফিটনেসটা ছোটকাল থেকেই আসে। ফুটবল খেললে ফুটবল, ক্রিকেট খেললে ক্রিকেট। এরপর বয়স যখন বাড়ে তখন তাদের যেকোনো একটির প্রতি আগ্রহ বাড়ে এবং সে অনুযায়ীই সে এগোতে থাকে। কিন্তু মাঠের ওভাবে তারা তো শুরুতেই বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। এটা আমাদের দুর্বলতা। আমরা তাদের ঠিকঠাকভাবে গড়ে তুলতে পারছি না। ’
মাঠ না থাকায় বাচ্চারা ইন্টারনেট-গেমসের দিকে ঝুঁকছে মন্তব্য করে আকরাম খান বলেন, ‘এখন যে যুগটা আসছে বাচ্চারা নরমালি ইন্টারনেট-গেমসের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। কারণ ওরা বাইরে গিয়ে খেলতে পারছে না মাঠ নেই বলে। ’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে বুধবার (৯ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ দল দুই ভাগ হয়ে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। এই প্রস্তুতি ম্যাচ দেখতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেছিলেন আকরাম খান। খেলার এক ফাঁকে তিনি মুখোমুখি হন সংবাদমাধ্যমের। সেখানে এসব কথা বলেন।
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
টিএইচ/টিসি