ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিবদের দলে ভবিষ্যতের ‘ম্যাককালাম’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
সাকিবদের দলে ভবিষ্যতের ‘ম্যাককালাম’ ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের জার্সিতে মাত্র একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি, চারটি প্রথমশ্রেণির ম্যাচ, ১২টি লিস্ট ‘এ’ ম্যাচ আর সব মিলিয়ে মাত্র ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ২০ বছর বয়সী গ্লেন ফিলিপসকে বলা হচ্ছে ভবিষ্যতের ব্রেন্ডন ম্যাককালাম। উইকেটকিপার ব্যাটসম্যান এই উঠতি তারকাকে এবারের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দেখা যাবে সাকিব-সাঙ্গাকারাদের দল জ্যামাইকা তালাওয়াশে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যামাইকা চলমান লিগে নিউজিল্যান্ডের উঠতি তারকা ফিলিপসকে চুক্তিবদ্ধ করেছে। ফলে, সপ্তম কিউই ক্রিকেটার হিসেবে সিপিএলে নাম লেখালেন ফিলিপস।

জ্যামাইকার বর্তমান দলপতি সাঙ্গাকারা উইকেটের পেছনে দায়িত্ব সামলাচ্ছেন। নতুন করে একজন উইকেটরক্ষক রাখতেই ফিলিপসকে দলে ভেড়ালো বর্তমান চ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ডের ক্রিকেটার হিসেবে ফিলিপসের আগে সিপিএলে নাম লেখান কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম, কলিন মুনরো, মিচেল ম্যাকক্লেনাঘ্যান এবং জেসি রাইডার।

জ্যামাইকায় বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন বাংলাদেশের সাকিব, শ্রীলঙ্কার সাঙ্গাকারা, পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ সামি। নিজেদের প্রথম ম্যাচে হারলেও পরের দুই ম্যাচেই টানা জয় পেয়েছে সাকিবদের জ্যামাইকা।

জ্যামাইকার নতুন রিক্রুট ফিলিপস ঘরোয়া টি-টোয়েন্টি লিগে গত মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহক। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ২০ বছর বয়সী এই ক্রিকেটার ১৪৩ স্ট্রাইকরেটে, ৪৬ গড়ে করেছিলেন ৩৬৯ রান। আন্তর্জাতিক একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে (অভিষেক) করেছিলেন মাত্র ৫ রান, অকল্যান্ডে নিজের দেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ১০ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।