ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ মুশফিকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ মুশফিকের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ভয়াবহ বন্যার কবলে উত্তরবঙ্গের মানুষ। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বন্যা আরও খারাপের দিকে এগোচ্ছে। মানবেতর জীবনযাপন করতে থাকা সেখানকার সাধারণ মানুষের পাশে থাকার অনুরোধ জানালেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম।

মঙ্গলবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা শেয়ার করেছেন মুশফিক। সেখানে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিও বার্তায় মুশফিকের বলা কথাগুলোই তুলে ধরা হলো।

মুশফিক জানান, ‘আসসালামু আলাইকুম। অনেক কষ্ট, আশা এবং অনুরোধ নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। আপনারা সবাই অবগত আছেন যে, বাংলাদেশে এখন বন্যার কতটা ভয়াবহ অবস্থা। আমি তাদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা নিয়েছি। ’

মুশফিক আরও জানান, ‘আমি অনুরোধ করবো আপনাদেরকে, অনেকেই হয়তোবা সাহায্য করেছেন এবং আরো সাহায্য প্রয়োজন। আপনারা আর্থিকভাবে কিংবা ত্রাণ সহায়তা দিয়ে, যেভাবেই হোক তাদের পাশে এসে দাঁড়ান। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের মানুষজন, দিনাজপুর-ঠাকুরগাঁও মানুষজনের অবস্থা অনেক অনেক খারাপ। আমি অবশ্যই আপনাদের কাছে অনেক অনুরোধ জানাচ্ছি, ত্রাণ বা আর্থিক সহায়তা দিয়ে সাহায্য করতে না পারলেও, অন্তত আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে তাদের ভয়াবহ দুর্দশার তাড়াতাড়ি অবসান ঘটে এবং তারা যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ’

ভিডিও বার্তায় মুশফিক যোগ করেন, ‘আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং এই বানভাসি মানুষদের সাহায্য করি। এই অনুরোধটার জন্যই আজ আমি আপনাদের সামনে এসেছি। আশা করি আপনারা আমাদের, বিশেষ করে আমার এই অনুরোধটুকু রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ১৫ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।