২০০৮ সালে ডুনেডিনে নিজের অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম খেলেছিলেন ৫৩ ও ৮৪ রানের ইনিংস। এর দুই বছর পর মিরপুরে ইংল্যান্ডের সাথে দ্বিতীয়বারের মতো খেলেন ৮৫ ও ৫২ রানের দুই অর্ধশতক ইনিংস।
এরপর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ৯৫ ও ৭০ ও জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে চট্টগ্রামে ১০৯ ও ৬৫ রানের ইনিংস খেলেন। ষষ্ঠটি করেন (২৯ আগস্ট) মিরপুরে, অজিদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে।
সাবেক অধিনায়ক সুমন ও বর্তমান সহঅধিনায়ক তামিম ছাড়া এক টেস্টে একাধিক অর্ধশতক আছে সাকিব আল হাসানের (৩ বার)। মুশফিকুর রহিম (২ বার) ও নাসির হোসেন (২ বার)।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম