ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

হাবিবুল বাশারের পাশে তামিম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
হাবিবুল বাশারের পাশে তামিম ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে একমাত্র হাবিবুল বাশার সুমনই এতদিন ৬ বার ব্যাক-টু-ব্যাক অর্ধশতকের রেকর্ডটি নিজের করে রেখেছিলেন। টানা ছয় টেস্টে দুই ইনিংসে হাফসেঞ্চুরির সেই রেকর্ডে এবার ভাগ বসালেন তামিম ইকবাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৭১ রান করা এই টাইগার ওপেনার দ্বিতীয় ইনিংসেও করলেন পঞ্চাশোর্ধ্ব রান (৭৮)।

২০০৮ সালে ডুনেডিনে নিজের অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম খেলেছিলেন ৫৩ ও ৮৪ রানের ইনিংস। এর দুই বছর পর মিরপুরে ইংল্যান্ডের সাথে দ্বিতীয়বারের মতো খেলেন ৮৫ ও ৫২ রানের দুই অর্ধশতক ইনিংস।

একই বছর লর্ডসে ৫৫ ও ১০৩ রানের ইনিংসে ঝলক দেখিয়েছিলেন।

এরপর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ৯৫ ও ৭০ ও জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে চট্টগ্রামে ১০৯ ও ৬৫ রানের ইনিংস খেলেন। ষষ্ঠটি করেন (২৯ আগস্ট) মিরপুরে, অজিদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে।

সাবেক অধিনায়ক সুমন ও বর্তমান সহঅধিনায়ক তামিম ছাড়া এক টেস্টে একাধিক অর্ধশতক আছে সাকিব আল হাসানের (৩ বার)। মুশফিকুর রহিম (২ বার) ও নাসির হোসেন (২ বার)।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।