ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ঐতিহাসিক জয়ে শচীনের টুইট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
টাইগারদের ঐতিহাসিক জয়ে শচীনের টুইট টাইগারদের জয়ের পর শচীনের টুইট

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়কে ‘প্রেরণাদায়ক’ আখ্যা দিয়ে টাইগারদের অভিনন্দন জানিয়ে টুইট করেছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। 

টাইগারদের জয়ের পর করা টুইটে এ ক্রিকেট লিজেন্ড আরো লেখেন, টেস্ট ক্রিকেট দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শচীনের ওই টুইটে ৬ জন রিপ্লাই করেছেন, পাল্টা টুইট করেছেন ৪৭ জন, আর লাইক পড়েছে ১৮৩টি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ। মিরপুরে ইংল্যান্ডের পর অজি বধ করলো টাইগাররা। ঢাকা টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয় দিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সাকিব-মুশফিক-তামিমরা। মাত্র সাড়ে তিনদিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয় পেলো টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।