ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেটদলকে স্পিকারের অভিনন্দন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
বাংলাদেশ ক্রিকেটদলকে স্পিকারের অভিনন্দন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (৩০ আগস্ট) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফররত অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ২০ রানে পরাজিত করে টেস্ট জয়ের এ গৌরব অর্জন করে।

অভিনন্দন বার্তায় স্পিকার বলেন, বিশ্ব ক্রিকেটে উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এ জয় ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে।

এছাড়াও ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি ও চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।