ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের জয়গান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের জয়গান বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের জয়গান-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিলো বাংলাদেশ। মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অজিদের ২০ রানে হারিয়ে সিরিজে ১-০তে লিড পেলো টাইগাররা। আর মুশফিক বাহিনীর এমন জয়ে বিশ্ব গণমাধ্যমে বড় অক্ষরে শিরোরনাম হচ্ছে বাংলাদেশের নাম।

এ ম্যাচে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স ও তামিম ইকবালের ব্যাটিং দৃঢ়তায় জয় তুলে নেয় বাংলাদেশ। যেখানে মোট ১০ উইকেট ও একটি হাফসেঞ্চুরি করে ম্যাচ সেরা হন সাকিব।

ম্যাচ শেষে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো শিরোনাম করেছে, সাকিবের অসাধারণ পারফরম্যান্সে বাংলাদেশ ইতিহাস তৈরি করলো।

আরেক ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ শিরোনামে লিখেছে, ঐতিহাসিক জয়ের রেকর্ডে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার ক্রিকেটের নিজস্ব ওয়েবসাইট ক্রিকেট ডট কম ডট এইউ লিখেছে, প্রথমবারের মতো অজিদের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিলো বাংলাদেশ।  

অস্ট্রেলিয়ারই আরেক পোর্টাল ফক্স স্পোর্টস শিরোনাম করেছে, ইতিহাস তৈরি হলো! বাংলাদেশের কাছে অঘটনের শিকার অস্ট্রেলিয়া। একই দেশের নামকরা পত্রিকা সিডনি মর্নিং হেরাল্ড লিখেছে, ইতিহাস হলো যেখানে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট হারলো অস্ট্রেলিয়া।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস লিখেছে, অস্ট্রেলিয়াকে ২০ রানে হারালো বাংলাদেশ। একই দেশের ইন্ডিয়াটুডে ইন লিখেছে, সাকিব আল হাসানের স্পিনে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলো বাংলাদেশ।

এনডিটিভি শিরোনাম করেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিলো বাংলাদেশ।  

ইংল্যান্ডের নামি সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান লিখেছে, বাংলাদেশ ঐতিহাসিক জয় তুলে নিলো যেখানে আত্মসমর্পণ করলো অস্ট্রেলিয়া। একই দেশের ডেইলি মেইল শিরোনাম করেছে, সাকিবের ১০ উইকেটে বিখ্যাত জয় পেলো বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার পোর্টাল সুপারস্পোর্টস শিরোনাম করেছে, প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা।

কলকাতার আনন্দবাজার লিখেছে, ক্রিকেটে আবার ব্যাঘ্র গর্জন, সাকিবদের হাতে অস্ট্রেলিয়া বধ। এই সময় লিখেছে, সাকিবের স্পিনে দুরমুশ অজি দর্প, ইতিহাস লিখল বাংলাদেশ।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।