ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন মিরপুর টেস্টে বাংলাদেশ।

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দল ও ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

বুধবার (৩০ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওই জয়ের পর বিরোধী দলীয় নেতা এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় রওশন এরশাদ বলেন, অস্ট্রেলিয়ার মত অভিজ্ঞ দলের বিরুদ্ধে বাংলাদেশের এ জয় ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরো বলেন, এ বিজয় বাংলাদেশকে ভবিষ্যতে টেস্ট ম্যাচ জয়ে আরো উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।