ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

পাঁচ বছর নিষিদ্ধ শারজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
পাঁচ বছর নিষিদ্ধ শারজিল পাঁচ বছর নিষিদ্ধ শারজিল-ছবি:সংগৃহীত

স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাকিস্তানি ব্যাটসম্যান শারজিল খানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হলো। পাকিস্তান সুপার লিগের ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন শারজিল। তিন সদস্যের কমিটি তদন্তের পর শারজিলকে দোষী সাব্যস্ত করা হয়। 

পাক বোর্ডের দুর্নীতিদমন শাখার তরফে আসগত হায়দার বলেছেন, ‘পাঁচ বছরের জন্য শারজিলকে নির্বাসিত করা হলো। এই সময়ের মধ্যে কোনও ধরনের ক্রিকেটেই অংশগ্রহণ করতে পারবে না শারজিল।

’ 

পাকিস্তানের হয়ে ১টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ১৫টি টি-২০ ম্যাচে অংশ নিয়েছেন শারজিল। একদিনের ক্রিকেটে ১টি সেঞ্চুরিও রয়েছে তার।

বাংলাদেশ সময়: ১৬৫০ আগস্ট, ৩০ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।