ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ঈদে বাবা-মাকে মিস করবেন মুশফিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ঈদে বাবা-মাকে মিস করবেন মুশফিক ঈদে বাবা-মাকে মিস করবেন মুশফিক-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ঢাকায় প্রথম টেস্টের পাঠ চুকে গেছে। সফরকারী অজিদের বিপক্ষে এসেছে ২০ রানের ঐতিহাসিক এক জয়। এবার চট্টগ্রাম পর্বের পালা। যা চলবে ৪ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। সেই উদ্দেশ্যে ১ সেপ্টেম্বর বিকেলে ঢাকা ছাড়বে দু’দল।

চট্টগ্রামে গিয়ে দলের প্রতিটি সদস্যই থাকবেন ক্যাম্পে। ফলে ২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় কোরাবানীর ঈদ পরিবারের সাথে করা হচ্ছে না, সাকিব-মুশফিকদের।

তাই পরিবারের সবাইকে মিস করবেন বলে জানালেন টাইগারদের টেস্ট দলপতি মুশফিকুর রহিম। শুধু তিনিই নন, দলের অন্যান্য সদস্যরাও মিস করবেন বলে বিশ্বাস তার, ‘ঈদে বাবা-মাকে মিস করবো। আমি না শুধু, খেলার কারণে সবাই মিস করবে। ’

বুধবার (৩০ আগস্ট) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

সন্দেহ নেই এমন উৎসবের ক্ষণে পরিবারে সাথে থাকতে না পারাটা বর্ণানাতীত কষ্টের। কিন্তু তারপরেও মুশফিক ও তার দল তা হাসি মুখেই মেনে নিয়েছেন। আর এমন ত্যাগের পরে যদি দ্বিতীয় টেস্টেও জয় আসে তাহলে সেই ত্যাগ সফল হবে বলে মত এই টাইগার দলপতির।

তিনি আরও বলেন, ‘এই ত্যাগ করে যদি দেশকে কিছু দিতে পারি, সেটা অনেক বড় ব্যাপার। চট্টগ্রামের উইকেট দেখবো। তারপর কম্বিনেশনটাও বিবেচনা করবো। সেটা আমাদের মাথায় আছে। আমাদের স্ট্রেংথ অনুযায়ী আমাদের উইকেট বানানোর চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।