ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

‘অস্ট্রেলিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
‘অস্ট্রেলিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে’ ‘অস্ট্রেলিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে’-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক এই জয়ের ম্যাচে যুদ্ধ ছিল মাঠে ও মাঠের বাইরে। শারীরিক ভাষার যুদ্ধতো ছিলই। উল্লেখ করার মতো বিষয় হলো দু’দলের চার দিনের এই মহারণের তিনদিনই এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। ম্যাচ শেষের আগ মুহূর্ত পর্যন্ত এক বিন্দুও ছাড় দিতে দেখা যায়নি মুশফিক বাহিনীকে।

ক্রিকেটে সবসময়ের শক্তিশালী এই দলটির বিপক্ষে প্রথমবারের মতো টেস্টে ২০ রানের রোমাঞ্চকর জয়ের আনন্দের সঙ্গে বাড়তি এই বিষয়টিও বিশেষ গুরুত্ব পাচ্ছে অধিনায়ক মুশফিকুর রহিমের কাছে।

আর মূলত সেটি বোঝাতেই বুধবার (৩০ আগস্ট) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিশেষ একটি ঘটনা তুলে ধরলেন মুশফিক, ‘মাঠে তারা তো আক্রমণাত্মক ছিলই, তারাও বুঝেছে বাংলাদেশ দল কতটা আক্রমণাত্মক হতে পারে।

শুধু ব্যাট-বলে না, শারীরিক ভাষায় কতটুকু আক্রমণাত্মক বাংলাদেশ, সেটিও তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। খেয়াল করলে দেখবেন, লাঞ্চের আগে, তখন আরও ৬ মিনিট বাকি ছিল। ম্যাক্সওয়েল প্রায় ৫ মিনিট সময় নিচ্ছিল যে এই ওভারটার পরে যেন বিরতি নেয় আম্পায়াররা। এই ম্যাসেজটা অনেক কিছু শো করে। যে অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চায়, সেই অস্ট্রেলিয়া কতটুকু ব্যাকফুটে চলে গেছে! তারা চাচ্ছে না আরেকটা ওভার খেলা হোক। এটা অনেক বড় ম্যাসেজ। ’

‘অস্ট্রেলিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে’-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কমবাদ দিলেন না মাঠের বাকযুদ্ধের প্রসঙ্গও। টাইগরাদের ব্যাটিংয়ের মুহূর্তে এদিক ওদিক নানাবিধ কথা বলে প্রচ্ছন্ন  চাপ প্রয়োগের চেষ্টা করেছে অজিরা। শুধু টপ অর্ডাররাই নন। অজিদের স্লেজিং থেকে বাদ যাননি টাইগার টেলএন্ডার ব্যাটসম্যানরাও।

মুশফিকের মতে, ‘শুধু আমাদের না, যারা টেলএন্ডারে ব্যাটিং করতে গিয়েছে তাদের ওপরও চাপ ছিল। অস্ট্রেলিয়া জানে যে, এই উইকেটে একটা-দুইটা রান কত গুরুত্বপূর্ণ। শুধু সিনিয়র প্লেয়ার না, যারা তরুণ তাদেরকেও ওরা অনেক কথা বলেছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। অস্ট্রেলিয়া বুঝেছে, বাংলাদেশ আগের জায়গায় নেই। শুধু ব্যাটে-বলে না। ’

কিন্তু  সেই চাপটি বেশ সফলতার সাথেই সামলেছে বাংলাদেশ। দারুণ আত্মবিশ্বাসের বলে বলীয়ান হয়ে তুলে নিয়েছে  ২০ রানের ঐতিহাসিক এই জয়। আর জয়ের এই ধারাবাহিকতা সিরিজের দ্বিতীয় টেস্টে চট্টগ্রামেও অব্যাহত রাখতে চান মুশফিক।

তিনি ‍আরও বলেন, ‘আমাদের এমন কিছু ক্রিকেটার আছে যারা যেকোনো পরিস্থিতি থেকে সামলে উঠতে পারে, বিশ্বাসটা আছে। সব মিলিয়ে খুব ভাল একটা ম্যাচ গেছে। এখন আত্মতুষ্টিতে না ভুগে এগোতে হবে। সিরিজ জয়ের অনেক বড় একটা সম্ভাবনা আছে এবং সেটা আমরা করতে চাই। এরকম সুযোগ সবসময় আসে না। এরকম চাপেও অস্ট্রেলিয়া দল সবসময় থাকে না। এটা আমরা কাজে লাগাতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।