ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

টাইগাররা ঈদের দিনও অনুশীলন করবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
টাইগাররা ঈদের দিনও অনুশীলন করবে টাইগাররা ঈদের দিনও অনুশীলন করবে-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: মিরপুর টেস্টে মহাকাব্যিক জয়ের পর দ্বিতীয় টেস্টকে সামনে রেখে টাইগারদের অনুশীলনের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে, কোরবানির ঈদের দিনও (২ সেপ্টেম্বর) অনুশীলন করতে যাচ্ছে হাথুরুসিংহের শিষ্যরা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ সেপ্টেম্বর, যা কিনা শেষ হবে ৮ সেপ্টেম্বর। সেই লক্ষ্যে ১ সেপ্টেম্বর বিকেলে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছাবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দল।

পরদিন ভেন্যু চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ১টা থেকে অনুশীলন করবে দু’দলই।

কিন্তু আগের সূচি অনুযায়ী ঈদের দিন বিকেলে শুধুই অজিদের অনুশীলন করার কথা ছিল। আর মুশফিকদের অনুশীলন করার কথা ছিল ম্যাচের আগের দিন, ৩ সেপ্টেম্বর সকালে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ৩০ আগস্ট ২০১৭
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।