ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ব্যাটের তালে টাইগারদের ‘আমরা করবো জয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
ব্যাটের তালে টাইগারদের ‘আমরা করবো জয়’ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘আমরা করবো জয়! আমরা করবো জয়! আমরা করবো জয়! একদিন...। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করবো জয়! একদিন...।’ ২২ গজের লড়াইয়ে সফল হওয়ার পরই মূল যোদ্ধাকে মধ্যমনি করে এই গানটি বাংলাদেশ ক্রিকেট দল ড্রেসিং রুমে নিয়মিতই পরিবেশন করে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েও এর ব্যত্যয় ঘটেনি। ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে সাকিব-তামিম-মুশফিকদের গান পরিবেশনের সেই ভিডিওটি।

ফেসবুকে ছড়িয়ে গেছে গানের অংশ।

মুশফিকের কণ্ঠে ওয়ান, টু, থ্রি…এরপরই সবাই সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন, ‘আমরা করবো জয়’ গানটি। ভিডিওতে দলের সকল খেলোয়াড়কে খুবই আত্মবিশ্বাসী ও আনন্দিত দেখা যায়। মিরপুরের ড্রেসিং রুমে সকল খেলোয়াড় গোল হয়ে দাঁড়িয়ে উচ্ছ্বসিত কণ্ঠে গানটি গেয়েছেন। ছিল ব্যাটের আওয়াজ। গানের শেষ পর্যায়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সেখানে প্রবেশ করেন। হাততালিও দিতে দেখা যায় তাকে। বিদেশি কোচিং স্টাফরাও টাইগারদের কণ্ঠে কণ্ঠ মেলান। বোলিং কোচ কোর্টনি ওয়ালসকেও গানটি গাইতে দেখা যায়।

সাকিব-তামিম-মিরাজ-তাইজুলদের দুর্দান্ত পারফর্মে সাড়ে দিন দিনেই হেরে যায় অস্ট্রেলিয়া। দুই ইনিংসে দশটি উইকেট নেওয়ার পাশাপাশি সাকিব ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। তামিম দুই ইনিংসেই ব্যাক-টু-ব্যাক হাফ-সেঞ্চুরি করেছেন। সাকিবকে বোলিংয়ে যোগ্য সঙ্গ দেন মিরাজ-তাইজুল। ২০ রানের জয় তুলে নেয় টাইগাররা। যা অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো সাদা পোশাকের জয়।

গানের শেষ পর্যায়ে টেস্ট দলপতি মুশফিক হাসিমুখে চিৎকার করে বলে উঠেন, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। থ্রি চিয়ার্স ফর অলস। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। থ্রি চিয়ার্স ফর সাকিব। হিপ হিপ হুররে। থ্রি চিয়ার্স ফর তামিম। হিপ হিপ হুররে। সকলেই তার সাথে গলা মেলান।

ভিডিও
বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।