ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

জট খুলতে চাইছেন গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
জট খুলতে চাইছেন গেইল ছবি: সংগৃহীত

২০০০ সালে পোর্ট অব স্পেনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলের। ২০১৪ সালের সেপ্টেম্বরে কিংসটনে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছেন তিনি। ১০৩ টেস্টেই তার ক্যারিয়ার আটকে আছে। দীর্ঘ তিন বছরের জট খুলতে চাইছেন গেইল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আবারো সাদা পোশাক গায়ে জড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছেন ক্রিস গেইল। খুব শিগগিরই টেস্ট ক্রিকেটে ফিরতে চান ক্যারিবিয়ান ‘ব্যাটিং দানব’।

অন্তত ক্রিকেট থেকে অবসরের আগে যেন সাদা পোশাকে মাঠে নামতে পারেন সেই চেষ্টাই করবেন গেইল।

৩৭ বছর বয়সী গেইল ক’দিন আগেই টি-টোয়েন্টি দিয়ে আবারো আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন। বোর্ডের সঙ্গে সিনিয়র ক্রিকেটারদের ঝামেলা বাধায় ক্রিকেটের ফেরীওয়ালা খ্যাত গেইল ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে বিরতি দেন। টি-টোয়েন্টির পর সবশেষ তাকে ওয়ানডে দলের স্কোয়াডে রাখা হয়েছে। এবার টেস্টেও ফিরতে চাইছেন গেইল।

এক সাক্ষাৎকারে মজার ছলে গেইল জানান, ‘ইংল্যান্ডের বিপক্ষে এ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ খেলছে। সিরিজের প্রথম টেস্ট শেষ। দেখা গেল আমি লর্ডসে তৃতীয় টেস্টেই ব্যাট হাতে ওপেন করছি। ’ সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক দলপতি মাইকেল ভন জিজ্ঞেস করেছিলেন, ‘সত্যিই কি তুমি টেস্টের ফরমেটে ফিরতে চাও?’.উত্তরে গেইল জানান, ‘এখনও এই প্রশ্নের উত্তর দেবার সময় আসেনি। সঠিক সময় তখনই আসবে, যখন আমি বলবো-হ্যাঁ ফিরতে চাই, আমি প্রস্তুত। চলতি সিরিজটি শেষ হলেই হয়তো ঘরোয়া ক্রিকেট খেলতে পারি। এরপরই সাদা পোশাকে খেলতে চাইবো। অন্তত অবসরের আগে তো টেস্ট খেলতে চাইতেই পারি। ’

তবে দলের প্রয়োজনে মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন গেইল, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেইনি। আশা করছি আবারো লাল বলের ক্রিকেটে ফিরব। ’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ১০৩ টেস্টে ৪২.১৮ গড়ে ৭২১৪ রান করেছেন এ অভিজ্ঞ ব্যাটসম্যান। ৩৭টি অর্ধশতকের পাশাপাশি তার দখলে রয়েছে ১৫টি সেঞ্চুরি। বল হাতেও কম যাননি গেইল। ২৬৯ ওয়ানডে খেলা গেইলের ঝুলিতে আছে ৭৩ টেস্ট উইকেট।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।