ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩শ’তম ওয়ানডেতে এমএস ধোনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
৩শ’তম ওয়ানডেতে এমএস ধোনি ৩শ’তম ওয়ানডেতে এমএস ধোনি-ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডের মধ্যদিয়ে ক্যারিয়ারের ৩০০তম ৫০ ওভারের ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করছেন ভারতীয় ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি। আজ (৩১ আগস্ট) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় মুখোমুখি হবে দু’দল।

এই সিরিজ যদিও এখন মৃতই বলা চলে। কেননা ভারত ইতোমধ্যে ৩-০তে সিরিজ জিতে নিয়েছে।

তবে সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ধোনির মাইলফলক বলেই আলাদা আকর্ষণ থাকছে।

পঞ্চম ভারতীয় হিসেবে ধোনি ৩০০তম ওয়ানডে খেলার রেকর্ড গড়বেন। তার আগে লিটল মাস্টার শচীন টেন্ডুলকার (রেকর্ড সর্বোচ্চ ম্যাচ, ৪৬৩), রাহুল দ্রাবিড় (৩৪৪), মোহাম্মদ আজহারউদ্দিন (৩৩৪) ও যুবরাজ সিং (৩০৪) এই মাইলফলক স্পর্শ করেছেন। বিশ্ব ক্রিকেটে অবশ্য ২০তম ক্রিকেটার হিসেবে ধোনি ৩০০তম ম্যাচ খেলতে যাচ্ছেন।

২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিলো ধোনির। যেখানে এখন পর্যন্ত ২৯৯ ম্যাচ খেলে প্রায় ৫২ গড়ে করেছেন ৯হাজার ৬০৮ রান। আছে ১০টি সেঞ্চুরি।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।