শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত হয়ে গেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) চতুর্থ ম্যাচে ব্যাট হাতে মালিঙ্গাদের শাসন করেন কোহলি।
মাত্র ৯৬ বল মোকাবেলায় ১৩১ রানের রেকর্ডময় ইনিংস উপহার দেন কোহলি। যেখানে ছিল ১৭টি চার ও ২টি ছক্কার মার। আর মাত্র একটি শতক হাঁকালেই ছুঁয়ে ফেলবেন সাবেক অস্ট্রেলিয়ান আইকন রিকি পন্টিংকে। কিন্তু টেন্ডুলকারের পাশে নাম লেখাতে লম্বা পথ পাড়ি দিতে হবে। ওডিআইতে ৪৯টি সেঞ্চুরির মালিক ভারতীয় ক্রিকেট ঈশ্বর। তার ধারেকাছেও কেউ নেই।
এদিকে, দুর্দান্ত ইনিংসের মধ্য দিয়ে ২০১৭ পঞ্জিকাবর্ষের সর্বোচ্চ রান সংগ্রাহক এখন কোহলি। ১৭ ম্যাচে তার রান ৯০৭। ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসকে (১৬ ম্যাচে ৮৪৪)। তৃতীয় স্থানে ইংল্যান্ডের জো রুট (১৪ ম্যাচে ৭৮৫)।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এমআরএম