কেননা ঈদের একদিন পরেই (৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ঈদের দিনটি খেলোয়াড়দের কাটবে চট্টগ্রামের টিম হোটেলে এবং মাঠে অনুশীলন করে।
তবে দলের অন্য ক্রিকেটাররা পরিবার পরিজন ছাড়া ঈদ করলেও কিছুটা ব্যতিক্রম থাকবেন তামিম ইকবাল। কারণ, তিনি চট্টগ্রামের সন্তান। তাছাড়া টিম হোটেল রেডিসন ব্লু থেকে তামিমের নিজের বাড়িও খুব বেশি দূরে নয়। তবে নিজে একাই পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ঈদের আনন্দটা উদযাপন করতে চাইছেন না। সতীর্থদের সেখানে নিয়ে আসতে চাইছেন।
তাই ঈদের দিন সাকিব-মুশফিকদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করছেন তামিম ইকবাল ও তার পরিবার। এই আয়োজনে তামিমের সঙ্গে থাকছেন তার চাচা, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) চট্টগ্রাম যাওয়ার পথে সংবাদ মাধ্যমকে বিষয়টি অবহিত করেন তিনি নিজেই, ‘আমি যাচ্ছি। তামিমের সাথে কথা বলি। মনে হয় একটা পারিবারিক আয়োজন আছে। ’
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ৩১ আগস্ট, ২০১৭
এইচএল/এমআরএম