ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

গেইল-স্যামুয়েলসদের নিয়ে উইন্ডিজ টি-২০ দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
গেইল-স্যামুয়েলসদের নিয়ে উইন্ডিজ টি-২০ দল ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের মাটিতে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। স্যামুয়েল বদ্রির জায়গায় দলে ফিরেছেন অফস্পিনার অ্যাশলে নার্স। বাকি ১২ জন গত জুলাইয়ে ভারতের বিপক্ষে ঘরের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি টিমে ছিলেন।

চলমান টেস্ট সিরিজের পর আগামী ১৬ সেপ্টেম্বর (শনিবার) একমাত্র টি-২০ মাঠে গড়াবে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।

এরপর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে (১৯, ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর) মুখোমুখি হবে দু’দল। সম্প্রতি ওডিআই দলও ঘোষণা করা হয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা। লর্ডসে ৭ সেপ্টেম্বর থেকে তৃতীয় টেস্ট শুরু।

ওয়েস্ট ইন্ডিজ টি-২০ স্কোয়াড: কার্লোস ব্রাথওয়েট (অধিনায়ক), রন্সফোর্ড বিটন, ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, জ্যাসন মোহাম্মদ, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, রোভম্যান পাওয়েল, চাদউইক ওয়াল্টন (উইকেটরক্ষক), অ্যাশলে নার্স, জেরম টেইলর, কেসরিক উইলিয়ামস।

ওয়ানডে স্কোয়াড: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, এভিন লুইস, মারলন স্যামুয়েলস, সুনীল আম্ব্রিস, জ্যাসন মোহাম্মদ, শাই হোপ, কাইল হোপ, রোভম্যান পাওয়েল, দেবেন্দ্র বিশু, অ্যাশলে নার্স, মিগুয়েল কামিন্স, আলজারি জোসেফ, জেরম টেইলর, কেসরিক উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।