ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

অজি একাদশে একাধিক পরিবর্তনের আভাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
অজি একাদশে একাধিক পরিবর্তনের আভাস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাঁচাতে ‘মাস্ট উইন’ ম্যাচে অস্ট্রেলিয়া একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। কোচ ড্যারেন লেহম্যান সেই ইঙ্গিতই দিয়ে রেখেছেন। ঢাকা টেস্টে ব্যর্থ ম্যাথু ওয়েড ও উসমান খাজা অবস্থান নড়বড়ে।

জশ হ্যাজেলউডের ইনজুরিতে দলে ডাক পাওয়া স্টিভ ও’কিফের একাদশে থাকার সম্ভাবনা জোরালো। চট্টগ্রামের উইকেট স্পিন সহায়ক হলে বিগত ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো তিন স্পিনার ও এক পেসার নিয়ে মাঠে দেখা যেতে পারে অজিদের।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে সাকিব-মিরাজ-তাইজুলদের স্পিন ঘূর্ণিতে ধরাশায়ী হয় স্টিভেন স্মিথের দল। ২০ রানে হার মানে সফরকারীরা। অজিদের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের গৌরব অর্জন করে টিম বাংলাদেশ।

টাইগারদের সামনে ২-০ তে সিরিজ জেতার দারুণ সুযোগ অপেক্ষা করছে। আগামী সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ পজিশন ওয়ানডাউনে খাজার রানখরা অজি টিম ম্যানেজমেন্টের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুই ইনিংসেই ১ রান (প্রথম ইনিংসে রানআউট) করে সাজঘরে ফেরেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ওয়েডের ব্যাট থেকে আসে ৯ (৫, ৪)। দু’জনের মধ্যে কেউ বাদ পড়বেন কিনা সেই গ্যারান্টি অবশ্য দেননি লেহম্যান।

এক সাক্ষাৎকারে অজি কোচ বলেন, ‘একাদশে পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ১৪ জনের মধ্যে যে কেউ খেলতে পারে। আমরা উইকেট ও কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেব একজন অথবা দু’জন পেসার থাকবে নাকি তিনজন স্পিনার খেলবে। ’

ওয়েড জায়গা হারালে কিপিংয়ে দেখা যাবে পিটার হ্যান্ডসকম্বকে। খাজার ফর্মহীনতার কারণ হতে পারে লম্বর সময় টেস্টের ‍বাইরে থাকা। বাংলাদেশ সফরের আগে তিনি সবশেষ টেস্ট খেলেছেন গত জানুয়ারিতে। ভারতে চার ম্যাচের টেস্ট সিরিজে দলে সুযোগ পাননি। এশিয়ার মাটিতে তার ব্যাটিং গড় নেমে এখন ১৪.৬২।

সম্প্রতি খাজাকে নিয়ে নিজের উচ্চ আশাবাদ ব্যক্ত করেছিলেন স্মিথ। কিন্তু ঢাকা টেস্টে নিজের ছায়া হয়েছিলেন এ টপঅর্ডার ব্যাটসম্যান। চট্টগ্রামে অজিদের ভরাডুবি হলে টেস্ট র‌্যাংকিংয়ে নেমে যেতে হবে ৬ নম্বরে।

এ পরিস্থিতিতে খাজার পজিশন নিয়ে লেহম্যানের ভাষ্য, ‘আমাদের অপেক্ষা করতে হবে এবং উইকেট দেখতে হবে। দেখুন এটা তার (খাজা) জন্য হতাশাজনক এবং অবশ্যই অন্য কয়েকজনের জন্য টেস্ট ম্যাচটি ছিল হতাশার। যদি আমরা প্রত্যেকে অবদান রাখতে পারতাম সম্ভবত ম্যাচটা জিততাম। খাজা এখানে তার হোম কন্ডিশন থেকে বেরিয়ে এসে নিজের খেলায় পরিবর্তন আনার সব চেষ্টাই করেছে। আমরা জানি নিজ দেশের উইকেটে সে খুবই ভালো খেলোয়াড়। তাই আমাদের এখন শুধু অপেক্ষা করে সবকিছু দেখতে হবে। ’

একাদশে সুযোগ না পাওয়া অজি টেস্ট স্কোয়াডের বাকি তিনজনের মধ্যে আছেন ব্যাটসম্যান হিল্টন কার্টরাইট। যিনি পার্টটাইম মিডিয়াম পেসার। তরুণ লেগস্পিনার মিচেল সুইপসনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ব্যাক-আপ পেসার জ্যাকসন বার্ড।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ১ সেপ্টেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।