ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ঈদের নামাজে মুমিনুল-নাসিরদের সঙ্গে ওসমান খাজা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৭
ঈদের নামাজে মুমিনুল-নাসিরদের সঙ্গে ওসমান খাজা ঈদের নামাজে মুমিনুল-নাসিরদের সঙ্গে ওসমান খাজা- ছবি- উজ্জল ধর

চট্টগ্রাম থেকে: চট্টগ্রামের পুলিশ লাইন ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুমিনুল হক, সাব্বির রহমান ও নাসির হোসেন। সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড় ওসমান খাজা।

শুক্রবারের (০১ সেপ্টেম্বর) ধারাবাহিকতায় শনিবার (০২ সেপ্টেম্বর) সকালেও চট্টগ্রামে অব্যাহত রয়েছে গুঁড়িগুঁড়ি বৃষ্টি।  

দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত ১৪ সদস্যের টাইগার স্কোয়াডের ৬ সদস্য শুক্রবার চট্টগ্রামে এসেছেন।

তাদের মধ্যে এই তিন টাইগার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে অংশ নেন।

এদিকে ৪ সেপ্টেম্বরের সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচকে সামনে রেখে শনিবার দুপুর ১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঐচ্ছিক অনুশীলনে মাঠে নামছে লাল-সবুজের দল। এ ভেন্যুতে দুপুর ২টা থেকে অনুশীলন করবে অজিরা।

ঈদের নামাজ আদায় করছেন নাসির, মুমিনুল, সাব্বির

রোববার (০৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে ম্যাচ পূর্ববতী শেষ অনুশীলন।

এর আগে মিরপুরে দুই ম্যাচ সিরেজের প্রথমটিতে অজিদের বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে টাইগাররা।

বাংলাদেশসময়: ০৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।