ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আমরা মুখিয়ে আছি: মুশফিক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
আমরা মুখিয়ে আছি: মুশফিক সংবাদ সম্মেলনে অধিনায়ক মুশফিকুর রহিম- ছবি- উজ্জল ধর

চট্টগ্রাম থেকে: আর মাত্র একটি ম্যাচ। যা নিজেদের করে নিতে পারলেই লেখা হয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটের এযাবৎকালের সেরা ইতিহাস। টাইগারদের নিয়ে যাবে অনন্য এক উচ্চতায়। লাল-সবুজের ক্রিকেটের দিন বদলের হালে লাগাবে ‘অন্য’ হাওয়া। 

কারণটিও অসঙ্গত নয়। দলটি যে বিশ্ব ক্রিকেটের দুর্দান্ত দাপুটে ও অভিজাত অস্ট্রেলিয়া।

যাদের বিপক্ষে মিরপুর টেস্ট জিতে এরইমধ্যে নতুন এক ইতিহাস লিখে ফেলেছে লাল-সবুজের লড়াকু সৈনিকেরা।  

এবার অপেক্ষা সিরিজ হারানোর, অপেক্ষা হোয়াইটওয়াশের। আর অনন্য সেই ইতিহাসের লক্ষ্যেই এখন মুখিয়ে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক (টেস্ট) মুশফিকুর রহিম। ‘আমরা অবশ্যই সেরা সাফল্যের চেষ্টা করবো। একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে, এটা আমাদের একটা ফ্রেশ গেম। এটা আমাদের কতুটুক গুরুত্বপূর্ণ, সিরিজটিকে টিকিয়ে রাখার জন্য। ২-০ তে সিরিজ জয়ের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা সেদিকে মুখিয়ে আছি। আমরা চাইছি শতভাগ চেষ্টা করে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসতে। ’

রোববার (০৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একথা বলেন মুশফিক।

আর এ কাজটি করতে তার দল একেবারেই চাপে নেই বলেও দাবি করছেন স্বাগতিক দলপতি। ‘প্রেসার ঠিক না। এরকম ফলের পর অনেকে খুশিতে আত্মহারা হয়ে যায়। আমরা শেষ টেস্টের পরই বলেছি। আমরা সবসময় বলে এসেছি, এরকম সুযোগ আমাদের সবসময় আসে না। আবার এরকম ফলও আসে না। এটা ভালো দিক যে আমরা ১-০ তে এগিয়ে আছি। তারপরও অস্ট্রেলিয়া অনেক স্ট্রং টিম। তারা জানে যে চাপের মধ্যে কিভাবে খেলতে হয়। ’

অবশ্য এক্ষেত্রে প্রেরণা হিসেবে কাজ করছে বিগত দিনে খেলা সিরিজগুলো। ‘আমরা শেষ দুই সিরিজে প্রথম টেস্ট হারার পর তো ভালোভাবে দ্বিতীয় ইনিংসে বাউন্স ব্যাক করেছি। মানসিকভাবে আমরা কতটুকু ইমপ্রুভ করেছি এটাও কিন্তু তার প্রমাণ দেয়। ১-০ তে এগিয়ে যাওয়া অবশ্যই একটা অ্যাডভানটেজ। কিন্তু আমাদেরকে এখানে শুরু থেকেই শুরু করতে হবে। ঢাকায় আমাদের শুরুটা ভালো হয়নি। এবার সেটা ভালো করার চেষ্টা করবো। ’
 
খেলেই ইতিহাস রচনা করতে চান মুশফিক

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।