ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

বন্যার্তদের জন্য মুশফিকের ত্রাণ পরিকল্পনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
বন্যার্তদের জন্য মুশফিকের ত্রাণ পরিকল্পনা

চট্টগ্রাম থেকে: দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যায় মানুষের সীমাহীন দুর্ভোগ ভাবিয়ে তুলেছে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষ করেই তাদের মধ্যে ত্রাণ বিতরণের পরিকল্পনা করেছেন এ টাইগার দলপতি।
 
 

রোববার (০৩ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সে পরিকল্পনার কথা জানান মুশফিক। ‘আমরা পরিকল্পনা করছি, এরইমধ্যে আমরা কিছু টাকা বন্যার্তদের সাহায্যে খরচ করেছি।

সিরিজ শেষে আমাদের কয়েকজন ত্রাণ দিতে যাবে। ’

এ প্রসেঙ্গ তিনি আরও যোগ করেন, ‘বন্যার এ সময়ে মাঠে যদি আমরা ভালো করতে পারি, তাহলে আশা করি তাদের মুখে কিছুটা হলেও হাসি দেখতে পারবো। বন্যার্তদের জন্য শুভ কামনা। দোয়া করছি, যাতে বন্যা দূর হয়ে যায় এবং তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে। ’

অবশ্য বন্যার্তদের জন্য এরইমধ্যে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাতিল করা হয়েছে ২ নভেম্বর থেকে অনুষ্ঠেয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের উদ্বোধনী অনুষ্ঠানও।  

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৭
এইচএল/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।