ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

একাদশে ফিরলেন মুমিনুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
একাদশে ফিরলেন মুমিনুল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

চট্টগ্রাম থেকে: মুমিনুল ইসলামের একাদশে ফেরার সম্ভাবনা অনেকটাই অনুমিত ছিল। হলোও তাই। অস্ট্রেলিয়াকে ২-০ তে টেস্ট সিরিজ হারানোর লক্ষ্যে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

চট্টগ্রাম টেস্টে পেসার শফিউল ইসলামের জায়গায় একাদশে ফিরেছেন মুমিনুল। ঢাকা টেস্টে অজিদের ২০ রানে হারানোর ম্যাচে সুযোগ না পাওয়া এ টপঅর্ডার ব্যাটসম্যানের এবার নিজেকে প্রমাণের চ্যালেঞ্জ।

আস্থার প্রতিদান দিতে নিশ্চয়ই মুখিয়ে আছেন ‘বাংলাদেশের ‘ব্র্যাডম্যান’ খ্যাত মুমিনুল।

প্রসঙ্গত, অজিদের বিপক্ষে প্রথম টেস্টের ঘোষিত স্কোয়াডে প্রথমে বাদ দেওয়া হয়েছিল মুমিনুলকে। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে মোসাদ্দেক হোসেন সৈকতের চোখের সমস্যার কারণ দেখিয়ে তার স্থলাভিষিক্ত করা হয় মুমিনুলকে। কিন্তু মিরপুর টেস্টের সেরা একাদশে ডাক পাননি। চট্টগ্রামে অপেক্ষার অবসান হলো।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।