ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সেরা বাঙালি নির্বাচিত হওয়ায় মাশরাফিকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
সেরা বাঙালি নির্বাচিত হওয়ায় মাশরাফিকে সম্মাননা সেরা বাঙালি নির্বাচিত হওয়ায় মাশরাফিকে সম্মাননা

নড়াইল: বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ২০১৭ সালের সেরা বাঙালি নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা দেয়া হয়েছে। 

রোববার (৩ সেপ্টেম্বর) রাতে তাহেরা কনভেশন কমিনিউটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করে শুভেচ্ছা ক্লাব।

ক্লাবের সভাপতি সুদীপ্ত সাফায়েত কমলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাশরাফি, নড়াইল সরকারি বালক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ইদ্রিস আলি, ক্রীড়া সংগঠক মোহাম্মাদ হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মাশরাফি বিন মুর্তজা তার কৈশোর ও বাল্যকালে গড়া শুভেচ্ছা ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতি তুলে ধরেন।  

উল্লেখ্য, ১৯৯৭ মাশরাফি বিন মুর্তজা নিজে সাধারণ সম্পাদক হয়ে শুভেচ্ছা ক্লাব গঠন করেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।