ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

সাগরিকায় লায়ন চাপ, মুক্তি মিলবো তো টাইগারদের?

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
সাগরিকায় লায়ন চাপ, মুক্তি মিলবো তো টাইগারদের? ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: সাগরিকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসের শুরুতেই চাপে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে টস হেরে বোলিংয়ে নেমেও শুরুটা অসাধারণ করেছে সফরকারী বোলাররা। আর বলের কারিশমায় পেসারদের চাইতে স্পিনাররাই মুশফিকদের উপর প্রভাব বিস্তার করে যাচ্ছে। আরও স্পষ্ট করে বললে, বিষাক্ত স্পিনার নাথান লায়ন।

বিষয়টি অবশ্য আগে থেকেই অনুমেয় ছিল, মিরপুরে সিরিজের প্রথম টেস্টের অনুরূপ স্পিনবান্ধব করা হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এই উইকেট। দিনের প্রথম সেশন পর্যন্ত অন্তত সেটিই দেখা গেল।

 

সেই সুবিধা নিয়েই লাঞ্চ বিরতির আগে লায়ন তুলে নিয়েছেন মিরপুর টেস্টে টাইগারদের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত ওপেনার তামিম ইকবালকে। প্রথম টেস্টে ৭১ ও ৭৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলা এই ড্যাশিং ব্যাটসম্যান ক্রিজ ছাড়া হয়েছেন ব্যক্তিগত ৯ রানে। থিতু হতে দেননি ইমরুল কায়েসকেও। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ০ ও ২ রানে ফেরা এই টপঅর্ডার আজ নিজেদের ইনিংসের ইতি টানেন ব্যক্তিগত ৪ রানে। আর লাঞ্চ রিবতির ওভারে ব্যক্তিগত ৩৩ রানে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন টাইগারদের ইনিংসের মেরামতকারী সৌম্য সরকারকে।

তবে দাপট কম দেখাননি পেসার প্যাট কামিন্সও। সকাল থেকেই বাউন্সার আর ডট বলের পসরা সাজিয়ে বাংলাদেশের রানের পথ রুদ্ধ করে রেখেছিলেন এই ডানহাতি বোলার। উইকেটেরও দারুণ এক সুযোগ তৈরী করেছিলেন দিনের সপ্তম ওভারে। কিন্তু কিছুটা দূর্ভাগা ছিলেন। কেননা ওভারের একেবারে প্রথম ডেলিভারিটি তামিমের ব্যাটে লেগে মোয়ার মতো তৃতীয় স্লিপে গেলেও তা তালুবন্দী করতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। তখন তামিম দাঁড়িয়ে ৬ রানে।

ম্যাক্সওয়েলের ক্যাচ ড্রপের সুযোগ নিয়ে তামিম ওই যাত্রায় বেঁচে গেলেও বাঁচতে পারেননি লায়নের হাত থেকে। ১০ম ওভারে তার একেবারে প্রথম ডেলিভারিতেই এলবির ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন। একইভাবে ১৪তম ওভারের চতুর্থ বলে ক্রিজ ছাড়া হয়েছেন ইমরুল। তখন দলের সংগ্রহ মাত্র ২১ রান।

ফলে অবধারিতভাবেই এক চাপের সৃষ্টি হয়, যেখান থেকে মুক্তির লক্ষে তৃতীয় উইকেট জুটিতে (৪৯) কিছুটা লড়াই করেছিলেন সৌম্য সরকার ও মুমিনুল হক। কিন্তু মুমিনুল থেকে গেলেও সেই এলবিতেই কাটা পড়েছে বিগ ম্যাচে সৌম্যর বড় ইনিংস যাত্রা।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত মুমিনুল অপরাজিত আছেন ২৪ রানে। লাঞ্চ শেষে তার সাথে যোগ দেবেন অধিনায়ক মুশফিকুর রহিম। দেখা যাক ‘লিটল মাস্টার’ ও ‘মিস্টার ডিপেন্ডেবল’ এর হাত ধরে চাপ মুক্তির পথটি স্বাগতিকরা আদৌ খুঁজে পান কী না!

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।