মূলত, টেস্ট ক্রিকেটে এদিন যে রেকর্ডটি করেছে সেটি হলো ব্যাটিং অর্ডারের। কেননা টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ৫ জনই বাঁহাতিকে নামিয়েছে।
ওপেনিংয়ে সৌম্যর সঙ্গে শুরু করেছিলেন তামিম। তিনে ইমরুল কায়েস। চারে মুমিনুল হক। আর পাঁচে সাকিব। অতীতে প্রথম ৫ বাঁহাতি ব্যাটসম্যান নামানোর ইতিহাস ছিল ২০০২ সালে। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ৫ জন ব্যাটসম্যানই ছিলেন বাঁহাতি। মাইকেল ভ্যানডর্ট, জিহান মুবারক, নাভিদ নওয়াজ, হাশান তিলকরত্নে ও সনাৎ জয়াসুরিয়া।
এরপর ২০১০ সালেও ইতিহাস ফিরেছিল শ্রীলঙ্কায়, যেখানে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। পাল্লেকেলেতে ক্যারিবীয়দের ইনিংসের ওপেন করেছিলেন ক্রিস গেইল ও ডেভন স্মিথ। তিনে খেলেছিলেন ড্যারেন ব্রাভো, চারে শিবনারায়ন চন্দরপ আর পাঁচে নেমেছিলেন ব্রেন্ডন ন্যাশ।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম