ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

ড্যাশিং সাব্বিরের চতুর্থ, মুশফিকের ১৮তম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
ড্যাশিং সাব্বিরের চতুর্থ, মুশফিকের ১৮তম ছবি: উজ্জ্বল ধর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম থেকে: ওপেনার ও টপ অর্ডারদের ব্যর্থতার দিনে দলের হাল ধরেছেন মিডল অর্ডারে নামা মুশফিকুর রহিম ও সাব্বির রহমান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ তে সিরিজ জেতার লক্ষ্যে প্রথম ইনিংসে দায়িত্বশীল ব্যাটিংযে মুশফিকু তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৮তম হাফসেঞ্চুরি। আর সাব্বির থলিতে পুরেছেন চতুর্থ অর্ধশতক।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে অর্ধশতক হাকানোর আগে আরও তিনটি অধর্শতক নিজের পাশে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেটের ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমান। এর প্রথমটি ছিল গত বছর ইংল্যান্ডের বিপক্ষে।

এই ভেন্যুতেই খেলেছিলেন অপরাজিত ৬৪ রানের ইনিংস।

দ্বিতীয়টি ছিল জানুয়ারিতে ওয়েলিংটনে। স্বাগতিক নিউজি ল্যান্ডের বিপক্ষে (অপরাজিত ৫৪) দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে। তৃতীয়টিও এসেছিল সেই টেস্টেই। দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৫০ রান।

সবশেষ চতুর্থটি এলো অজিদের বিপক্ষে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে চা বিরতির পর ৬৭তম ওভারে স্টিভ ও’কিফের লুজ ফুলটস বলটি স্কয়ার লেগ অঞ্চল দিয়ে ঠেলে দুই রান নিয়ে পৌঁছে যান অর্ধশতকের ঘরে। স্বভাবত সাব্বির মারাত্মক মারকুটে। কিন্তু অজিদের বিপক্ষে তার এমন দায়িত্বশীল ব্যাটিং দেখে মনে হচ্ছে টেস্ট মেজাজটিও নিজের মধ্যে ভালোভাবেই ধারণ করতে পেরেছেন।

আর তার ব্যাটে ভর করেই দিনের ব্যাটিং পশ্চাৎপদতা কাটিয়ে উঠে চ্যালেঞ্জিং সংগ্রহের পথে স্বাগতিক শিবির। আর এই কাজে উইকেটের অপর প্রান্ত থেকে তাকে অভয় দিয়ে যাচ্ছেন দলপতি ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাব্বির অপরাজিত আছেন ৬৫ রানে আর মুশফিকু ৫০ রানে।    

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ৪ সেপ্টেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।