ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাব্বিরকে কোহলির মতোই দেখছেন লিয়ন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
সাব্বিরকে কোহলির মতোই দেখছেন লিয়ন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ন/ছবি: উজ্জল ধর

চট্টগ্রাম থেকে: টাইগারদের ড্যাশিং ব্যাটসম্যান সাব্বির রহমানকে ভারতের বিরাট কোহলির পাশে দাঁড় করালেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ন। তার শটস বৈচিত্র্য এবং আগ্রাসী মনোভাব নাথানকে বারবারই যেন কোহলির কথাই স্মরণ করে দিচ্ছিলো।

‘সাব্বির খুবই ভালো ক্রিকেটার। অনেকটা বিরাট কোহলির মতো।

সোমবার (০৪ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাব্বিরকে এভাবেই প্রশংসিত করেন এই অজি স্পিনার।
   
করবেনই বা না কেন? অজিদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামা টাইগারদের ওপেনার ও টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতার পর মুশফিকের সঙ্গে যে দৃঢ় হাতে দলের হাল ধরেছেন তাতে তাকে নিয়ে এমন প্রশংসা নিশ্চয়ই অমূলক নয়।

দলীয় ১১৭ রানে ৫ উইকেট হারিয়ে যখন স্বাগতিক শিবির ধুকছিলো তখন ৬ষ্ঠ উইকেটে মুশফিকের সঙ্গে ১০৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথ দেখিয়েছেন। ১১৩ বলে খেলেছেন ৬৬ রানের নান্দনিক এক ইনিংস। তা কিন্তু নিতান্তই টেস্ট মেজাজে নয়। বরং দারুণ মারমার কাটকাট ভঙ্গিতে। এই রান সংগ্রহ করতে তিনি হাঁকিয়েছেন ৬টি চার ও একটি ছয়।     

তাই সাব্বিরের এমন ব্যাটিং দেখার পর শুধু বাংলাদেশেরই নয়, ভবিষ্যতে উপমহাদেশে তাকে সেরাদের কাতারে ফেলতে সংকোচ বোধ করলেন না এই ২৯ বছর বয়সী অজি অফস্পিনার। ‘ভবিষ্যতে উপমহাদেশে একজন রোল মডেল হওয়ার মতোই ও। ওর আক্রমণাত্মক ব্যাটিং ও শটসের বৈচিত্র্য সত্যিই দারুণ। ’

অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ারেরর চতুর্থ অর্ধশতকের দেখা পেয়েছেন সাব্বির। নিজেদের প্রথম ইনিংসে চা বিরতির পর ৬৭তম ওভারে স্টিভ ও’কিফের লুজ ফুলটস বলটি স্কয়ার লেগ অঞ্চল দিয়ে ঠেলে দুই রান নিয়ে পৌঁছে যান অর্ধশতকের ঘরে। তবে শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারেনি সাব্বির। ফিরে গেছেন লিয়নের বলে স্ট্যাম্পড হয়ে।

তবে মজার ব্যাপার হলো সাব্বিরের ফিরে যাওয়ার ব্যাথায় লিয়নকেও সমব্যথী মনে হল। তবে কিছুটা দুর্ভাগা। কেননা শেষ পর্যন্ত ও উইকেটে থাকতে পারেনি। স্ট্যাম্পড হয়ে ফিরে গেছে। এটাই ক্রিকেট। ’

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।