ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

আপনারাই তো ফেসবুক-ইউটিউবে বলতেছেন...

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
আপনারাই তো ফেসবুক-ইউটিউবে বলতেছেন... সাব্বির রহমান

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে: সৌম্য সরকার ও মুমিনুল হক। বাংলাদেশের টপ অর্ডারের দুই বড় মুখ উইকেটে সেট হয়েও ফিরছেন দুর্ভাগ্যের শিকার হয়ে। দু’জনেই ৩০ এর ঘর পেরিয়ে হয়েছেন আউট।

সেট হয়ে আউট হওয়া সৌম্য-মুমিনুলকে দল কি বার্তা দেবে তা জানতে চাওয়া হলো সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা সাব্বির রহমানের কাছে।
 
এমন প্রশ্নে মুখে এক গাল হাসি রেখে সাব্বির রহমানের সপাটে জবাব, ‘তাদের তো আমাদের বলার কিছু নেই।

আপনারাই তো ফেসবুক-ইউটিউবে বলতেছেন। ’
 
এরপর অবশ্য হাসি থামিয়ে সাব্বিরের সিরিয়াস জবাব-একটা প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত। যেভাবে খেলতেছে ন্যাচরালি খেলা উচিত। আমার মনে হয় যে টেস্ট ম্যাচে যখন-তখন উইকেট পড়তে পারে। সেটা হোক বাজে বল বা ভালো বল। তাই আমরা চেষ্টা করি যতটুকু ভালো খেলা যায়, তা খেলার। ’
 
৬৬ রানের দুরন্ত ইনিংস খেললেও সাব্বির রহমান পড়তে পারেননি উইকেট। প্রথমদিন শুরুতে তেমন ঘুরেনি বলও।
 
তাই সাব্বির বলেন, ‘দ্বিতীয় ও তৃতীয় দিনে উইকেট কেমন হবে নিজেরা বলতে পারছি না। তবে আমাদের লক্ষ্য থাকবে ধারাবাকিভাবে ভালো খেলে যাওয়ার। ’
 
সাব্বির কথা বলেছেন নিজের ব্যাটিং পজিশন নিয়েও।
 
চারে না সাতে কোন পজিশনে খেলতে উপভোগ করেন এমন প্রশ্নে সাব্বির বলেন, টিম কম্বিনেশনের জন্য আমি সাতে খেলছি। এর মানে এই নয় যে চারে নেমে একটা শূন্য মেরেছি বলে আমি সাতে। চারে নেমে আমাদের শততম টেস্টে আমার ৪০ প্লাস দুটি ইনিংস আছে। টিম কম্বিনেশনের জন্যই তাই সাতে। ’
 
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
টিএইচ/টিসি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।