ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফির হাত ধরে ‘রান ফর নড়াইল’ এর যাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৭
মাশরাফির হাত ধরে ‘রান ফর নড়াইল’ এর যাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নড়াইল: প্রস্তাবিত উন্নয়নের আটটি বিষয়কে সামনে রেখে যাত্রা শুরু হলো ‘রান ফর নড়াইলের’।

এ উপলক্ষে সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নড়াইল শহরের রূপগঞ্জ ঐতিহ্যবাহী বাধাঘাট এলাকা থেকে নড়াইল শিল্পকলা পর্যন্ত তিন কিলোমিটার পদযাত্রার আয়োজন করে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। যার নেতৃত্ব দেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে দলের অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা।

এ পদযাত্রায় অগ্রভাগে অংশ নেন ক্রিকেট, টেবিল টেনিস, ভলিবল, কাবাডির জাতীয় ও স্থানীয় নামি-দামি খেলোয়াড়সহ নড়াইলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএছাড়া বাধাঘাট থেকে শিল্পকলা পর্যন্ত রাস্তার দু’পাশে ছিল নড়াইলের গুণী মানুষদের ছবি সম্মিলিত প্লাকার্ড।

যে আটটি বিষয়কে লক্ষ্য রেখে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে এগুলো হলো- উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, স্কুলে নৈতিকতা ও মানবিকতা শিক্ষাদান, বেকারত্ব দূর করা, সাংস্কৃতিক কর্মকাণ্ড বৃদ্ধি, খেলাধুলার ক্ষেত্রে বিভিন্ন প্রশিক্ষণ দেয়া, চিত্রা নদীকে ঘিরে আকর্ষণীয় পর্যটন এলাকা গড়ে তোলা, আইসিটি শহরে রূপান্তরিত করা এবং পরিবেশকে সম্পৃক্ত রেখে বিনোদন বান্ধব শহর গড়া।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।